অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে অজিদের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে ভারত। অস্ট্রেলিয়া চাইবে নিজেদের চতুর্থ যুব বিশ্বকাপের শিরোপা জিতে ভারতের সঙ্গে সফলতার ব্যবধান কমিয়ে আনতে।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হয়েছে ম্যাচটি। জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। অজি একাদশে রয়েছে এক পরিবর্তন। টম ক্যাম্পবেলের পরিবর্তে ফাইনাল ম্যাচে সুযোগ পেয়েছেন চার্লি অ্যান্ডারসন।
টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউগ ওয়েবগেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি। ফাইনালে স্কোরবোর্ডে রানের চাপ গুরুত্বপূর্ণ। শনিবার আমাদের একটি ভাল অনুশীলন সেশন ছিল। আমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত।’
এদিকে ফিল্ডিং পেয়ে ভারতের অধিনায়ক উদয় সাহারান বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। তবে আমরা প্রথমে ফিল্ডিং করতে পেরে খুশি। একাদশে কোনো পরিবর্তন নেই। আমরা দেশের জন্য ট্রফি উঁচিয়ে ধরতে চাই। আমরা দ্রুত উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে থাকব।’
অস্ট্রেলিয়া একাদশ: হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউগ ওয়েবগেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটকিপার), অলিভার পিক, রাফ ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান ও ক্যালাম ভিডলার।
ভারত একাদশ: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, আরেভেলি অবনীশ (উইকেটকিপার), মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি ও সৌমি পান্ডে।
আরও পড়ুন: জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পাকাপোক্ত করল রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এফএএস