আফ্রিকা মহাদেশের ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই ‘নেশন্স কাপে’র ফাইনাল আজ। মুখোমুখি হবে স্বাগতিক আইভরি কোস্ট তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। আইভরি কোস্টের আবিদজানে বাংলাদেশ সময় রাত দুটায় মাঠে গড়াবে জমজমাট ফাইনাল ম্যাচটি। নাইজেরিয়ার সামনে চতুর্থ ও স্বাগতিকদের তৃতীয় শিরোপার হাতছানি।
এবারের আসরে একই গ্রুপে খেলেছিল পশ্চিম আফ্রিকার দেশ দুটি। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নাইজেরিয়ার বিপক্ষে ১-০’তে হেরে তৃতীয় স্থান পাওয়া আইভরি কোস্ট তৃতীয় দলের একটি হয়েই নকআউট পর্বের টিকেট পায়। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও জমজমাট ফাইনালটি টিভিতে দেখা যাবে না। এর জন্য অনলাইনেই ভরসা করতে হবে।
১৯৯২ ও ২০১৫ সালে শিরোপা জেতা স্বাগতিকরা শেষ ষোলোয় সেনেগালকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মালির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে ২-১’এ জয় পায়। সেমিফাইনালেও ডিআর কঙ্গোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে একমাত্র গোলে জয়োৎসব করে আইভরি কোস্ট।
অন্যদিকে ১৯৮০, ১৯৯৪ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন নাইজেরিয়া শেষ ষোলোয় ক্যামেরুনকে ২-০’তে আর কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলাকে ১-০’তে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিপক্ষে টাইব্রেকারে জয় পায়।
দলটির তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমহেন চলতি আসরে মাত্র একটি গোল করলেও ইতালিয়ান সিরি-আ লিগে নাপোলির হয়ে খেলা এই স্ট্রাইকারের দিকেই তাকিয়ে গোটা নাইজেরিয়া।
আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার জালে জোড়া গোল দিয়ে শিরোপা জিতল ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এজে