বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে উইল জ্যাকসের সেঞ্চুরি ও মঈন-রিশাদের বোলিং কল্যাণে বন্দর নগরীর দলটিকে সহজেই হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস হেরে শুরুতে ব্যাট করে ৩ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে কুমিল্লা। যা চলতি বিপিএলের দলীয় সর্বোচ্চ সংগ্রহ এবং পুরো বিপিএল ইতিহাসে যৌথভাবে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স। কুমিল্লার দেওয়া রেকর্ড টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। ৭৩ রানে জয় পায় কুমিল্লা।
আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় কুমিল্লা। উদ্বোধনীতে ৮৬ রান যোগ করেন দুই ওপেনার উইল জ্যাকস ও লিটন দাস। ৩১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান লিটন। লিটন ফিরে যাওয়ার পরের বলেই আউট হয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি হাকানো তাওহীদ হৃদয়। এরপর ডেভিড গেস্ট এসেও তেমন সুবিধে করতে পারেননি। ১১ বলে ১০ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটার।
পরবর্তীতে উইল জ্যাকস ও মঈন আলী ঝোড়ো জুটিতে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পায় কুমিল্লা। দুজন মিলে ৫৫ বলে ১২৮ রানের অপরাজিত জুটি গড়েন। পাশাপাশি চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাকস। ৫৩ বলে ১০৮ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ তারকা। এছাড়া ২৪ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মঈন আলী। চট্টগ্রামের হয়ে দুটো উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম।
২৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল চট্টগ্রাম। ওপেনার তানজিদ তামিম ও জস ব্রাউনের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তোলে চট্টগ্রাম। তবে ইনিংসের ৮ম ওভারে ৮০ রানের মাথায় আউট হয়ে যান তামিম। ২৪ বলে ৪১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
তামিম আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার জস ব্রাউন। ২৩ বলে ৩৬ রান করেন এই ব্যাটার। দুই ওপেনার ফিরে গেলে ভেঙে যায় চট্টগ্রামের ব্যাটিং মেরুদণ্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬.৩ ওভার খেলে ১৬৬ রানে অলআউট হয়ে যায় দলটি।
এদিন বল হাতে চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নিয়েছেন মঈন আলী। ৩.৩ ওভার বল করে ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছন এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২৩৯/৩ (২০ ওভার)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬৬/১০ (১৬.৩ ওভার)
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭৩ রানে জয়ী
আরও পড়ুন: চট্টগ্রাম পর্বে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এমটি