Connect with us
ক্রিকেট

রঞ্জি ট্রফির ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি

Ranji Trophy
ঐতিহ্য লালিত রঞ্জি ট্রফি। ছবি- সংগৃহীত

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে রঞ্জি ট্রফি সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্য লালিত। প্রত্যেক মৌসুমেই কোনো না কোনো রেকর্ড যুক্ত হয় রঞ্জি ট্রফিতে। এবার রঞ্জি ট্রফির ইতিহাসে এমন ঘটনা ঘটলো যা আগে কখনও ঘটেনি। আকাশ-জলজ নামে দুই ক্রিকেটার পৃথক ম্যাচে ৯ উইকেট করে নিয়ে অনন্য এই নজির গড়েছেন।

তবে রঞ্জি ট্রফির ইতিহাসে শুধু ৯ উইকেট নয় বরং ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে—তাও আবার একাধিক। কিন্তু এক আসরে এক সঙ্গে দুজনের ৯ উইকেট করে নেওয়ার ঘটনা এটিই প্রথম।

অনন্য এই নজির গড়া আকাশ পান্ডে রেলওয়েজের হয়ে গোয়ার বিপক্ষে খেলা ম্যাচে দুর্দান্ত এই বোলিং করেন। ম্যাচে ৭১ রান দিয়ে ৯টি উইকেট শিকার করেছেন তিনি।

অপরদিকে একই আসরে দুদিন আগের ম্যাচে কেরলের হলে জলজ সাক্সেনা বাংলার বিপক্ষে এই রেকর্ড গড়েন। মাত্র ৬৮ রান খরচ করে তিনি তুলে নেন ৯টি উইকেট।

Jalaj Saxena and akash pandey

জলজ সাক্সেনা ও আকাশ পান্ডে। ছবি- সংগৃহীত

রঞ্জি ট্রফির ইতিহাসে এ পর্যন্ত ৮ জন ক্রিকেটার এক ইনিংসে ৯টি উইকেট শিকার করার রেকর্ড গড়েছেন। এছাড়া দুজন ১০ উইকেট করে নিয়েছেন। এবারের আসরটিতে গড়া নয়া রেকর্ড আগে কখনো হয়নি।

১০ উইকেট নেওয়া দুই বোলার হলেন;

নামআসরদলপ্রতিপক্ষরেকর্ড
প্রেমাংশু চট্টোপাধ্যায়১৯৫৬-৫৭বাংলাআসাম২০ রানে ১০ উইকেট
প্রদীপ সুন্দরম১৯৮৫-৮৬রাজস্থানরিদর্ভ৭৮  রান দিয়ে ১০ উইকেট

৯ উইকেট নেওয়া দুই বোলার হলেন;

নামআসর দলপ্রতিপক্ষরেকর্ড
হায়দর আলি১৯৬৯-৭০রেলওয়েজজম্ম-কাশ্মীর২৫ রানে ৯ উইকেট
আশিস জাইদি১৯৯৯উত্তরপ্রদেশরিদর্ভ৪৫ রানে ৯ উইকেট
ফয়জল শেখ২০০২-০৩গোয়াসার্ভিসেস২৯ রানে ৯ উইকেট
অঙ্কিত চহ্বন২০১২-১৩মুম্বাইপঞ্জাব২৩ রানে ৯ উইকেট
সঞ্জয় যাদব২০১৯মেঘালয়নাগাল্যান্ড৫২ রানে ৯ উইকেট
ফেইরোইজম জোটিন সিংহ২০২২মণিপুরসিকিম৬৯ রানে ৯ উইকেট
আকাশ পান্ডে এবং জলজ সাক্সেনা২০২৩-২৪রেলওয়েজ, কেরলগোয়া, বাংলা৭১ রানে ৯ এবং ৬৮ রানে ৯ উইকেট

আরও পড়ুন: নারী বিশ্বকাপ বাংলাদেশে, সংস্কার হচ্ছে দুইটি ভেন্যু

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট