শুরু হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। গেল রাতে নিজেদের প্রথম লেগের ম্যাচে লাইপজিগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথ সহজ করে রাখল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের খেলায় অন্তত ড্র করলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হবে স্প্যানিশ জায়ান্টদের।
গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লাইপজিগকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাহিদ দিয়াজ। লাইপজিগকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে ফিরতি লেগে রিয়ালকে হারাতে হবে ২-০ গোল ব্যবধানে।
এদিন ঘরের মাঠে শুরু থেকে পাল্লা দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করে লাইপজিগের ফুটবলাররা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে গিয়েছিল তারা। তবে সেটা বাতিল হয় অফসাইডে। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে প্রথমার্ধের খেলা। তবে কোন দলে সফলতা পায়নি বিরতির আগে।
বিরতি থেকে ফিরেই চমক দেখিয়েছেন ব্রাহিদ দিয়াজ। রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন লিড। ম্যাচের ৪৮ তম মিনিটে বল নিয়ে একাই ঢুকে পড়েন বক্সের মধ্যে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে জোরালো শটে বল জড়ান জালে। প্রতিপক্ষ গোলকিপার ঝাপিয়ে পড়েও ফেরাতে পারেননি সেই আক্রমণ।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লাইপজিগ। একাধিকবার আক্রমণে ওঠার চেষ্টা করে তারা তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলরক্ষক আন্দ্রে লুনিন। অসাধারণ কিছু সেভ দিয়ে রিয়াল মাদ্রিদকে চাপমুক্ত রাখেন লুনিন। শেষ পর্যন্ত কোন দল আর গোল করতে না পারলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৬ ম্যাচের সবকটিতে জিতে শেষ ষোলোর লড়াইয়ে উঠে এসেছে আনচেলত্তির শিষ্যরা। লাইপজিগের বিপক্ষে নিজেদের দ্বিতীয় লেগের খেলায় আগামী ৬ মার্চ রাত ২ টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদ ছাড়বেন লিপু
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এফএএস