আগামী জুনে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। আসন্ন বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব কে দেবেন তাই নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানালেন বিশ্বকাপে অধিনায়কের নাম। গতকাল আইসিসির ওয়েবসাইটের প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
গেল বছরই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে গিয়েও ফাইনালে হোচট খায় ভারত। রোহিত শর্মার অধীনে সেই আসরে উজ্জীবিত ছিল গোটা দল। টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল তারা। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে ভঙ্গ হয় ভারতের সেই স্বপ্ন।
আসন্ন বিশ্বকাপেও এই রোহিত শর্মার উপরেই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তেমনটাই জানা গেল আইসিসির সেই প্রতিবেদনে। যেখানে উল্লেখ করা হয় বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্ব শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরবে ভারত। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি বিসিসিআই।
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরও রোহিত শর্মার ওপরই ভরসা রাখছেন বিসিসিআই প্রধান। তিনি বলেন, ‘গত বছর ওয়ানডে বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জেতার পরেও আমরা আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব।’
এদিকে ভারতের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া গেল ওয়ানডে বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়ে আছেন দলের বাইরে। রোহিত শর্মাও ২০২২ সালের পর আছেন টি-টোয়েন্টি দলের বাইরে। বিশ্বকাপের আগেই গেল আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলের পুনরায় প্রত্যাবর্তন ঘটেছে তার।
আরও পড়ুন: খেলোয়াড় বেচা-কেনায় শীর্ষে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এফএএস