Connect with us
ক্রিকেট

চোখের সমস্যা নিয়েও সাকিব যেভাবে খেলছেন, তাতে বিস্মিত জিমি নিশাম

Shakib al hasan and Jimmy Neesham
সাকিব আল হাসান ও জিমি নিশাম। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএলের শুরু থেকে চোখের সমস্যায় নিজের সেরা ছন্দে নেই তিনি। টুর্নামেন্টের মাঝ পথেই উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন দেশের বাইরে। ফিরে এসেও নিজেকে খুঁজে ফিরেছেন তিনি। তবে গেল কিছু ম্যাচে প্রতিপক্ষের ওপর চালানো ব্যাটিং তাণ্ডবে নিজেকে ফিরে পাওয়ার জানান দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

চোখের সমস্যার কারণে শুরু থেকে ব্যাটিং করতে না পারলেও বোলিংয়ে নিজের পুরনো ছন্দ ধরে রেখেছিলেন সাকিব। চলতি আসরে এখন পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেছেন তিনি। শেষ তিন ম্যাচে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩৪, ২৭ ও ৬৯ রান করে দেখিয়েছেন নিজের ব্যাটিং ঝলক।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার জিমি নিশাম। এদিন সাকিবের চোখের সমস্যা প্রসঙ্গে নিশাম বলেন, ‘আসলে এটি (চোখের সমস্যা) সম্ভবত তাকে আরও সাহায্য করছে।’

এক চোখই সাকিবকে সাহায্য করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এক চোখে খেলাটা তার কাজ সহজ করে দিয়েছে আরও। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। সে যা করছে, তাই ভালো হচ্ছে।’ তিনি হেসে আরও বলেন, ‘যদি সে চোখে নাও দেখে, তাহলেও সে বল করতে নেমে যাবে।’

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে নিশাম প্রশংসা করে আরও বলেন, ‘সে দারুণ করছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একইঙ্গে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন নিশাম। দুটি ম্যাচেই রংপুরের জয়ে ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্ম করেন সাকিব। বিপিএলের সময়টা তাই নিঃসন্দেহে বেশ উপভোগ করছেন নিশাম, ‘জিততে থাকলে তো সব সময়ই খেলাটাকে উপভোগ্য মনে হয়। দলের আবহটা এখন বেশ ভালো। আমরা পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন: রোহিত-জাদেজার সেঞ্চুরিতে শুরুর ধাক্কা কাটিয়ে বড় সংগ্রহের পথে ভারত

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট