Connect with us
ক্রিকেট

আজ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ

Psl 2024 logo and trophy
পিএসএল ২০২৪ এর লোগো এবং ট্রফি। ছবি- সংগৃহীত

আজ শনিবার থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। বিকেল সাড়ে ৫টা থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের নবম আসরের। এদিন উদ্বোধনী ম্যাচে সন্ধা ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শাদাব খানের দল ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্স।

এবারের পিএসএল করাচি, মুলতান, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে সর্বমোট ৩৪ ম্যাচে। এর মধ্যে ফাইনালসহ সর্বোচ্চ ১১ ম্যাচ খেলা হবে করাচিতে। এছাড়াও মুলতানের মাঠে হবে ৫ ম্যাচ, রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে ৯টি করে ম্যাচ।

পিএসএলের এই আসরে খেলবে ৬ দল— করাচি কিংস, লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, মুলতান সুলতান্স, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আসরের প্রথম রাউন্ডে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। লাহোর ও করাচির মধ্যকার জমজমাট লড়াই হবে ২৪ ফেব্রুয়ারি ও ৯ মার্চ।

আসরের প্রথম দুটি লেগ হবে মুলতানে, এরপর টুর্নামেন্ট পৌছাবে লাহোরে। সেখানে ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে ১৪ ম্যাচ। রাওয়ালপিন্ডিতে ২৮ ফেব্রুয়ার থেকে ১২ মার্চ পর্যন্ত আয়োজিত হবে ১৬ ম্যাচ। প্লে-অফের বাকি ম্যাচ হবে করাচিতে। যা চলবে ১৮ মার্চ ফাইনাল পর্যন্ত।

টুর্নামেন্টের যেদিন দুটি ম্যাচ থাকবে, প্রথমটি দুপুর ১টা এবং পরেরটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। রমজানের সময় সন্ধ্যার ম্যাচটি শুরু হবে রাত ৮টা থেকে। এদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব থেকে সরফরাজ আহমেদ সরে দাঁড়ালে কোয়েটার নতুন অধিনায়ক করা হয়েছে রাইলি রুশোকে।

এছাড়া লাহোরকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, করাচির দায়িত্বে থাকছেন পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদ, ইসলামাবাদের নেতৃত্বে শাদাব খান, মুলতানের দায়িত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান ও পেশোয়ারকে নেতৃত্ব দেবেন বাবর আজম।

আরও পড়ুন: আট জয়ে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট