বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণে এক ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার। তবে নির্বাচকদের নজর কেড়ে পুনরায় দলে ফিরতে মরিয়া সাইফউদ্দিন।
সবশেষ ২০২২ সালের অক্টোবরে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাইফুদ্দিন। এরপর ২০২৩ বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেললেও পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় আর জাতীয় দলে জায়গা হয়নি তার। বার বার ইনজুরি তার পারফরম্যান্সে অনেকটা খারাপ প্রভাব ফেলেছে।
পিঠের চোট কাটিয়ে চলতি বিপিএলেও খেলছেন সাইফউদ্দিন। এবার তামিমের দল ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন এই অলরাউন্ডার। যদিও দলের প্রথম ৬টি ম্যাচে তিনি খেলতে পারেননি। শেষ তিন ম্যাচ খেলে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। ব্যাট হাতে দুই ইনিংস খেলে ২২০.৮৩ স্ট্রাইক রেটে ৫৩ রান করেছেন। এছাড়া বল হাতে শিকার করেছেন ৭টি উইকেট।
আজ (শুক্রবার) চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাইফউদ্দিন। অনেকদিন পর খেলতে নেমেও ব্যাটিংয়ে ভালো করার রহস্য সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যি বলতে গত কয়েকমাস ধরে ব্যাটিং নিয়ে অনেক পরিমাণে কাজ করেছি। মাস্কোতে গিয়ে সালাহউদ্দিন স্যারের সঙ্গে কাজ করেছি, মিরপুরে কোচ বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি, মেশিনে ব্যাটিং করেছি। হয়তোবা ওইটার একটা কারণ হতে পারে।’
আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলে নেই সাইফউদ্দিন। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের কোনো সিরিজ খেললে সেই দলে ফিরতে চান এই অলরাউন্ডার, ‘কয়েকদিন আগে আমি ইনজুরি থেকে ফিরেছি। এজন্যই হয়তো আমাকে শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনায় রাখেনি। তবে আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়তো আমাকে বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করব।’
আরও পড়ুন: টানা হারের পর অবশেষে খুলনার পঞ্চম জয়
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এমটি