অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের পদ থেকে সরে গেছেন মোহাম্মদ নবী। তার জাগায় এতো দিন নতুন কেউ দায়িত্বে ছিলেন না। এবার স্পিন অলরাউন্ডার রশিদ খানের কাধে নেতৃত্ব তুলে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।
তিনি বলেন, ‘আফগানিস্তান ক্রিকেটে রশিদ খান অনেক বড় নাম। টি-টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতা অনেক বেশি। যা এই ফরম্যাটে দলকে অনেকে বেশি এগিয়ে নেবে।’
এদিকে দায়িত্ব পেয়ে রশিদ খান তার ফেসবুক পেজে লিখেছেন, আমাকে জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ। আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগে রশিদ খান ২০১৯ সালে তিন ফরম্যাটে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পান। যদিও ওই সময় তিনি সে দায়িত্ব নিতে চাননি। তবে বোর্ড অভিজ্ঞ আসগর আফগানকে অজানা কারণে দায়িত্ব থেকে সরিয়ে তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দেয়। সে সময় রশিদ খান আফগানদের সাতটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন।
এবার তার নতুন চ্যালেঞ্জ শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২২/এসএ