Connect with us
অন্যান্য

এশিয়ান ইনডোরে পদক জিতল বাংলাদেশের জহির রায়হান

Jahir Rayhan won Bronze in Asian indore 2024
জহির রায়হান। ছবি- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন

ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টের ফাইনালে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯:১০ মিনিটে আয়োজিত হয়েছিল ফাইনাল।

ফাইনালে জহির রায়হান দৌড়েছেন ৬ নম্বর লেনে। সাধারণত আউটডোরে অ্যাথলেটিক্স ট্র্যাক ৪০০ মিটার হলেও, ইনডোরে সেটা ২০০ মিটার। তাই অ্যাথলেটদের দুই বার চক্কর দিয়ে আসতে হয়। ৪০০ মিটার ইভেন্টের স্প্রিন্ট সম্পন্ন করতে তিনি সময় নিয়েছেন ৪৮.১০ সেকেন্ড, এতেই হয়েছেন দ্বিতীয়। 

তবে প্রথম ধাপে জহির রায়হান অনেকটা এগিয়ে ছিলেন। ১০০ মিটারের পর ইরানের স্প্রিন্টার সাজ্জাদ আগহেই পেছনে ফেলেন জহিরকে। শেষ কয়েক মিটার দারুন লড়াই চলেছে দুজনের মধ্যে। শেষ পর্যন্ত ইরানি স্প্রিন্টার ৪৭.৯৫ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতেন। 

জহির রায়হান ছিলেন সম্ভাবনাময় অ্যাথলেট। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিক্সে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও খেলেছিলেন জহির। এরপর গড়েছেন জাতীয় পর্যায়ে রেকর্ড। এশিয়ান ইনডোরেও পদক জিতলেন এবার।

এটি বাংলাদেশের এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিক্সে দ্বিতীয় পদক। গতবার কাজাখস্থানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে গিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এবারও ৬০ মিটার স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন তিনি। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ট্র্যাকে নামবেন তিনি।

আরও পড়ুন: নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানে জিতলো ভারত

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য