একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। আজ দিনের প্রথম খেলায় কুমিল্লার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মোহাম্মদ মিথুন। প্লে-অফ নিশ্চিত করতেই আজ মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এদিন একাদশে তিন পরিবর্তন নিয়ে কুমিল্লাকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছে সিলেট। কুমিল্লার একাদশেও এসেছে বড় পরিবর্তন। অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মুস্তাফিজসহ চার ক্রিকেটার বাদ পড়েছেন আগের ম্যাচ থেকে।
টসের পর মোস্তাফিজকে নিয়ে কুমিল্লার অধিনায়ক লিটন বলেন, ‘সে এখন ভালো আছে। হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্ভবত আজ রাতেই সে হোটেলে আসবে। আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম।’ এছাড়াও এই ম্যাচে সুনীল ও রাসেলের খেলার বিষয়ে নিশ্চিত করেন তিনি।
টস জিতে সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন বলেন, ‘আমরা আগে ব্যাট করব। এই টুর্নামেন্টে আমরা ভাল ব্যাট করিনি, তাই আগে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে চাইবো। আমরা প্রথম ছয় ওভারের দিকে তাকিয়ে আছি। আমরা যদি শুরুটা ভাল করি, তবে একটি ভালো সংগ্রহ দাড় করাতে পারব।’
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক/উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সমিত পাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, মোহাম্মদ মুশফিক হাসান, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস ও আলিস ইসলাম।
আরও পড়ুন: এশিয়ান ইনডোরের ফাইনালে আজ দৌড়াবেন ইমরানুর
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস