শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের নবম আসর। পিএসএল মাঠে গড়ানোর দ্বিতীয় দিনেই টুর্নামেন্টে নতুন একটি রেকর্ড করেছেন পাকিস্তানে তারকা ব্যাটার বাবর আজম। পিএসএলের ইতিহাসে এখন পর্যন্ত প্রথম কোন ক্রিকেটার হিসেবে তিন হাজার রান করার মাইলফলক স্পর্শ করলেন এই ডেশিং ওপেনার।
গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়াড় জালমির হয়ে মাঠে নামেন বাবর আজম। এদিন গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২ বলে ৬৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ২৯ বলে তুলে নিয়েছিলেন নিজের ফিফটি।
পেশোয়াড় জালমির হয়ে দুর্দান্ত এই ইনিংস খেলার পথে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে ৭৮ ইনিংসে ব্যাট করে প্রায় ৪৪.১৬ গড়ে এখন পর্যন্ত ৩০০৩ রান সংগ্রহ করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফখর জামান আছেন বেশ দূরে। ৭৭ ইনিংস খেলে তিনি সংগ্রহ করেছেন ২৩৮১ রান।
পিএসএলে এখন পর্যন্ত ৪৯ টি অর্ধ শতকের পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন বাবর আজম। রান তাড়া করতে নেমে গতকালও একটি দুর্দান্ত ফিফটি করেছেন তিনি। তবে মিডেল ও লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বাবর আজমের সেই অসাধারণ ইনিংসটি ব্যর্থতায় রূপ নেয় পেশোয়ার জালমির পরাজয় দিয়ে।
আরও পড়ুন: এশিয়ান ইনডোরে পদক জিতল বাংলাদেশের জহির রায়হান
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস