বিপিএলে নেটে অনুশীলনের সময় গতকাল মাথায় আঘাত পেয়েছেন মুস্তাফিজুর রহমান। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। এরপর ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয় তাকে। তবে চোট গুরুতর না হওয়ায় আজ রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সব ঠিক থাকলে মুস্তাফিজ আজ রাতেই হোটেলে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস।
আজ কুমিল্লা-সিলেট ম্যাচের আগে লিটন জানান, ‘মুস্তাফিজ অনেকটা সুস্থ আছে। এখনো হাসপাতালে আছে। তবে আশা করছি আজ রাতেই সে হোটেলে দলের সঙ্গে যোগ দেবে।’
এছাড়া এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ডিউটি ডাক্তাররা বলেছে, মুস্তাফিজ এখন অনেকটা সুস্থ আছে। যদি আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় দলের সঙ্গেই চলে যাবে।’
এর আগে রবিবার (১৮ ফেব্রুয়ারি) নেটে বোলিং অনুশীলন করছিলেন ফিজ। বল করে রানার নিতে যাওয়ার সময় পেছন থেকে একটি বল এসে তার মাথায় আঘাত হানে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই রক্তক্ষরণ হওয়ায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এরপর তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। তাকে সিটি স্ক্যান করানোর পর কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি। তবে চোট গুরুতর না হলেও মাথার চোট হওয়ায় তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়।
আরও পড়ুন: তারকাবহুল শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে দিল সিলেট
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এমটি