বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ (সোমবার) ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। শেষ মুহূর্তে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে শেষ হাসি হেসেছে সাকিব-সোহানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ৩ বল ও ১ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে তামিমের কল্যাণে দুর্দান্ত শুরু পায় বরিশাল। তবে পঞ্চম ওভারে দলীয় ৩৮ রানের মাথায় সাকিবের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তামিম। প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে ৩৩ রান করেন দেশসেরা এই ওপেনার।
এরপর কাইল মায়ার্সের ঝোড়ো ইনিংসে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে বরিশাল। মায়ার্সকে সঙ্গ দেওয়া টম ব্যানটন ১২তম ওভারে দলীয় ১১০ রানের মাথায় ফিরে গেলেই বাধে আসল বিপত্তি। পরের ওভারেই মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মায়ার্সের উইকেট তুলে নেন আবু হায়দার রনি। আউট হওয়ার আগে ২৭ বলে ৪৬ রানে করেন মায়ার্স।
এরপর একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয় বরিশাল। রংপুরের হয়ে আবু হায়দার রনি ৫টি উইকেট শিকার করেছেন। এছাড়া হাসান মাহমুদ ২টি এবং সাকিব ও জেমি নিশাম ১টি করে উইকেট নেন।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে মুমিনুলকে হারালেও ব্রান্ডন কিং ও সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের দিতে এগোতে থাকে রংপুর। তবে দলীয় ৭৪ রানে মাথায় ব্রান্ডন কিং ও ৮২ রানের মাথায় সাকিব ফিরে গেলে ৯০ রানের আগে আরো ২টি উইকেট হারায় রংপুর। কিছুক্ষণের জন্য ম্যাচে ফিরে বরিশাল।
এরপর নিশামের ২৮, টম মুরিসের ১৭ এবং ডোয়াইন প্রিটোরিয়াসের ১৩ রানের কল্যাণে জয়ের কিনারায় পৌঁছে যায় রংপুর। শেষ ১২ বলে রংপুরের প্রয়োজন ছিল ৩ রান এবং হাতে ২ উইকেট। ১৯ তম ওভারে রংপুরের নবম উইকেট শিকার করেন কাইল মায়ার্স। এরপর অনেকটা চাপে পড়ে যায় রংপুর। একই ওভারে ১ রান এবং শেষ ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে স্কোর সমান করেন শামিম হাসান। এরপর তৃতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৫১/৯ (২০ ওভার)
রংপুর রাইডার্স: ১৫৫/৯ (১৯.৩ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ১ উইকেট জয়ী
আরও পড়ুন: তারকাবহুল শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে দিল সিলেট
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এমটি