দুবাইয়ে চলমান বিচ ফুটবল বিশ্বকাপে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। ফুটবল বিশ্বে ব্রাজিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিদায় নিয়েছে দুই ম্যাচ হেরে। এখন ব্রাজিল রয়েছে গ্রুপসেরা হওয়ার অপেক্ষায়। ডি গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে মেক্সিকোর বিরুদ্ধে।
বিচ ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ ৫ বারের শিরোপাধারী ব্রাজিল আজ খেলবে গ্রুপপর্বের শেষ ম্যাচ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুবাই ডিজাইন ডিস্ট্রিকট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। ফিফা প্লাস ওয়েবসাইটে খেলাটি সরাসরি দেখা যাবে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারায় ব্রাজিল। আর শেষ ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে দুর্দান্ত জয় পায় ব্রাজিল।দুই ম্যাচে মোট ৮টি গোল দিয়ে ৫টি গোল খেয়েছে সেলেকাওরা। মেক্সিকো হারাতে পারলেই গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে খেলবে নেইমারের দেশের বিচ দল।
চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট আটটি দল খেলবে শেষ আটে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এখনো চূড়ান্ত হয়নি। তৃতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ কোয়ার্টারে খেলবে ইতালি ও তাহিতি। ম্যাচগুলো হবে ২২ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: স্পেনকে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এজে