চলতি বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষের দিকে। গ্রুপ পর্ব শেষেই কয়েকদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচগুলো। আগেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে খুলনাকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে বন্দর নগরীর দলটি।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। দলের হয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম, যা ছিল আসরের তৃতীয় সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১১৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া টম ব্রুস ৩৬ ও সৈকত আলী ১৮ রান করেন। খুলনার হয়ে ১টি করে উইকেট শিকার করেন চারজন বোলার।
চট্টগ্রামের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার পারভেজ ইমনকে হারিয়ে হোচট খায় খুলনা। এরপর এনামুল হক বিজয় ও শাই হোপের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেস্টা করে দলটি। তবে দলীয় ৬৭ রানের মাথায় বিজয় ফিরে গেলে ভেঙে যায় তাদের ৫৪ রানের জুটি।
বিজয় ফিরে যাওয়ার পর আসা-যাওয়ার মধ্যেই থাকে খুলনার ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানেই অলআউট হয়ে যায় দলটি। ৬৫ রানে জয় পায় চট্টগ্রাম।
চট্টগ্রামের হয়ে শুভাগত হোম ৩টি এবং বিলাল খান ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন চারজন বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯২/৪ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১২৭/১০ (১৯.৫ ওভার)
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬৫ রানে জয়ী
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে বরিশালকে ১ উইকেটে হারাল রংপুর
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এমটি