Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৪ কবে শুরু? সময় জানা গেল

Arun Dhumal, IPL Chairman
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ছবি- সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল ২০২৪। এবারের আসরটি নিয়ে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। ক্রিকেট পাড়ায় উত্তাপ ছড়াতে আইপিএল ২০২৪ কবে শুরু হচ্ছে—অপেক্ষা শেষ হলো, জানা গেছে সময়। আগামী ২২ মার্চ ভারতের মাটিতে পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

পিটিআই এর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। আইপিএল চেয়ারম্যান সে সংশয় দূর করে দিলেন।

অরুণ ধুমাল বলেন, আগামী ২২ মার্চ আসরটি শুরুর কথা ভাবছি। তার আগে আমরা একটা প্রাথমিক সূচি প্রকাশ করবো। যেহেতু সামনে নির্বাচন তাই এ নিয়ে সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মার্চের পরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন:

» আইপিএল-২০২৪ : সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশ ক্রিকেটার
» আইপিএল-২০২৪ : রেকর্ড গড়া নিলাম শেষে কে কোন দলে?
» আইপিএল-২০২৪ : সাকিব-লিটনকে ছেড়ে দিল কলকাতা

তবে পুরো আসরটি ভারতে অনুষ্ঠিত হবে—যোগ করেন আইপিএল চেয়ারম্যান।

জানা গেছে, ভারতের আসন্ন জাতীয় নির্বাচন আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে আইপিএলের সূচি প্রকাশ করা হবে। লোকসভা নির্বাচন সামনে রেখে ইন্ডিয়ান ক্রিকেটের জমজমাট আসরটির সফল আয়োজনে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

২০১৪ সালের নির্বাচনের কারণে সেবার আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। যদিও পরেরবার ২০১৯ সালের নির্বাচনে ভারতের মাটিতেই গড়িয়েছে আইপিএলের ১২তম আসর। আইপিএল ২০২৪-এও সেই ধারা অব্যাহত রাখতে চাইছে বিসিসিআই।

প্রথম বারের মতো ভারতের বাইরে দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হয়েছে এবারের আইপিএল নিলাম। নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের নাম ওঠার কথা থাকলেও নাম উঠেছে ১০৫ জনের।

এবারের আইপিএল নিলাম মুখর ছিল বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটারদের নিয়ে। অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লক্ষ রুপিতে কলকাতার ডেরায় নাম লেখান অজি পেসার মিচেল স্টার্ক। তার আগে একই দিন স্যাম কারানের আগের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লক্ষ রুপিতে পেট কামিন্সকে দলে ভেড়ায় হায়দরাবাদ।

এদিকে দুই কোটি ভিত্তি মূল্যে আইপিএলে নতুন দল পান টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একমাত্র এই প্রতিনিধিকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:

» আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যারা

» আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা ঘরে তুলেছে কোন দল?
» আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যারা
» আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড কত?

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট