জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আন্দ্রেস ব্রেমে আর নেই। গতকাল (১৯ ফেব্রুয়ারি) ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
১৯৯০ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনাদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছিল পশ্চিম জার্মানি। সেই ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রেমে। এরপরই জার্মানের নায়ক বনে যান এই ডিফেন্ডার।
তার মৃত্যুতে শোক জানিয়েছে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ। বায়ার্ন এক বিবৃতিতে জানায়, ‘আন্দ্রেয়াস ব্রেহমের আকস্মিক মৃত্যুতে বায়ার্ন খুবই মর্মাহত। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
‘একজন বিশ্বকাপজয়ী এবং বিশেষ ব্যক্তি হিসেবে আন্দ্রেস ব্রেহমে সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। তিনি সব সময় বায়ার্ন পরিবারের অংশ হয়ে থাকবেন। শান্তিতে ঘুমান, আন্দি।’
এছাড়া ব্রেমের সাবেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
জার্মানির হয়ে ৮৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্রেমে। দলের প্রয়োজনে কখনো লেফট ব্যাক, কখনো রাইট ব্যাক বা কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। জার্মানির হয়ে ৮ টি গোলও রয়েছে তার, যার মধ্যে ৫টিই বিশ্বকাপে।
আরও পড়ুন: অষ্টম ব্যালন ডি’অর বার্সেলোনাকে দিয়ে দিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এমটি