এক ওভারে ৬ ছক্কা হাকালেন অন্ধ্র প্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণা। কর্ণেল সি কে নাইডু অনূর্ধ্ব-২৩ ট্রফিতে রেলওয়ের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন ভামশি।
অন্ধ্র প্রদেশ বনাম রেলওয়ের ম্যাচের চতুর্থ দিনে স্পিনার দমনদীপ সিংয়ের ওভারে টানা ৬ বলে ৬টি ছক্কা মারেন ভামশি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১১০ রান করেন এই ব্যাটার।
পেশাদার ক্রিকেটে এ নিয়ে ১১ বার এক ওভারে ৬ ছক্কা মারার ঘটনা ঘটেছে। এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় এই কীর্তি গড়েছেন।
ভারতের ঘরোয়া ক্রিকেটের খবর জানানো ‘বিসিসিআই ডোমেস্টিক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘এক ওভারে ছয় ছক্কার অ্যালার্ট! কাড়াপাতে কর্নেল সি কে নাইডু ট্রফির ম্যাচে অন্ধ্র প্রদেশের ভামশি কৃষ্ণা তার ৬৪ বলে ১১০ রানের ইনিংসে রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারে ৬ ছক্কা মেরেছেন!’
আরও পড়ুন: ফিটনেস টেস্ট ছাড়াই খেলছে পাকিস্তানি ক্রিকেটাররা, মন্তব্য হাফিজের
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমটি