২০২৪ সালের জুন মাসে বসতে চলেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ মহারণ। চার-ছক্কার এই ধুন্ধুমার লড়াইয়ে আছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশও। বাকি দলগুলোর মত তাই টাইগাররাও বৈশ্বিক আসরটির প্রস্তুতিতে কোনো প্রকার কমতি রাখছে না। চলতি বিপিএলের তিন দিন পরই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে টাইগাররা। তবে এরপরই জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি জানান বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বোর্ড কর্তা জানান, ‘গত বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতিতে কিন্তু কোনো প্রকার ঘাটতি ছিল না৷ কোচ হয়তো তেমন একটা সময় পায়নি, কিন্তু তার মানে এই না যে আমাদের প্রস্তুতিতে কোনো কমতি ছিল! এখন আমরা বিপিএল নিয়ে ব্যস্ত। এরপরে প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও যুক্তরাষ্ট্রে তাদের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবো আমরা।’
চলতি বিপিএলে অফফর্মে থাকলেও শান্তকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন ইউনুস। দলের নতুন অধিনায়কের ফর্মে না থাকা নিয়ে তিনি বলেন, ‘শান্ত হয়তো এখন রান করতে পারছে কিন্তু তার মানে এই না যে সে অফ ফর্মে চলে গেছে। জাতীয় দলে ফিরলে দেখবেন সে আবার ব্যাটে রান পাচ্ছে। শান্ত খুব ক্লাসি ক্রিকেটার। সাকিবও চোখের অস্বস্তি নিয়ে ঝামেলায় ছিল। যদিও সে জাতীয় দল থেকে ব্রেক নিয়েছে তবে আমি আশাবাদী, সাকিবকে খুব শীঘ্রই আবার জাতীয় দলে দেখা যাবে।’
সাকিবের ব্যাটে রান ফেরায় ইউনুস বলেন, ‘ক্লাস প্লেয়াররা পারফর্ম তো করবেই। সাকিব নিজেও ভীষণ ক্লাসি একজন ক্রিকেটার। সে আমাদের দলের সেরা ক্রিকেটার। তার থেকে আমরা এমনটাই আশা করি। ক্রিকেটে পারফর্মেন্স ওঠা-নামা করবে, সব সময় এক রকম প্রবাহ থাকে না। কেউ এক মৌসুমে খারাপ করলেও পরের মৌসুমে দুর্দান্তভাবে কাম ব্যাক করতে পারে।’
আগামী পহেলা মার্চ বিপিএলের ফাইনালের পর ৪ মার্চ থেকে ঘরের মাটিতে লঙ্কানদের আতিথেয়তা দেবে নাজমুল শান্তর দল। ইতোমধ্যেই ঘোষিত ১৫ সদস্যদের টি-টোয়েন্টি দলে পুনরায় ডাক পেয়েছেন মাহমুদউলহ রিয়াদ, তাইজুল ইসলাম ও নাঈম শেখ। স্কোয়াডে একমাত্র নতুন মুখ আলিস আল ইসলাম। যদিও দলে নেই সদ্য সাবেক কাপ্তান সাকিব আল হাসান।
আরও পড়ুন: জাতীয় দলে ফেরার আলোচনায় বিসিবির সঙ্গে কবে বসবেন তামিম?
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস