Connect with us
ক্রিকেট

২১ বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন আসজাদ

Asjad Butt Spanish cricketer
আসজাদ বাট। ছবি- সংগৃহীত

দ্রুততম সময় সেঞ্চুরি করার এক কীর্তি করলেন স্প্যানিশ ক্রিকেটার আসজাদ বাট। মাত্র ২১ বলে তিনি করেছেন সেঞ্চুরি। ১৮ ছক্কা এবং ৪ চার হাকানোর পথে আসজাদ খেলেছেন ২৭ বলে ১২৮ রানের এক দানবীয় ইনিংস। এতে করে ১০ ওভারের খেলা ৫.৩ ওভারে একা হাতেই জিতিয়েছে আসজাদ।

ইউরোপিয়ান টি-টেন লিগে এই রেকর্ড গড়েছেন আসজাদ। কাটালুনিয়া ড্রাগন্স ১৫৬ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় আজ রাতের দল সোহাল হসপিটালেটকে। তবে ১০ ওভারের সেই ম্যাচ নিজের টর্নেডো ব্যাটিংয়ে মামুলি বানিয়ে ৬ষ্ঠ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় হসপিটালেট।

এই টি-টেন লিগে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল শের আলির দখলে। তিনি মার্সটা সিসির হয়ে ২৫ বলে করেছিলেন শতক। এবার পুরনো সেই রেকর্ড ভেঙে নতুন করে নিজের নামে দ্রুততম সময়ে সেঞ্চুরি রেকর্ড গড়লেন আসজাদ বাট।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবি ডিভিলিয়ার্সের। মাত্র ৩১ বলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ওয়ানডেতে শতক তুলে নিয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার। টি-টোয়েন্টিতে অবশ্য এই রেকর্ড আরো বেশি বলে হয়েছে।

টি-টোয়েন্টিতে ৩৪ বলে শতরান করার রেকর্ড আছে নেপালের কুশল মল্লার। এদিকে টেস্টে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। নিউ জ়িল্যান্ডের হয়ে তিনি ৫৪ বলে গড়েছিলেন দ্রুততম সেঞ্চুরি করার কীর্তি।

আরও পড়ুন: আইপিএলে সুযোগ পাওয়া ছেলেকে নিয়ে বড় স্বপ্ন নিরাপত্তারক্ষী বাবার

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট