প্রতিবার দলবদলের মৌসুম এলেই নানা গুঞ্জন ডানা মেলে এমবাপ্পের দল ছাড়া নিয়ে। এবার যেন সেই জল্পনা কল্পনা ছাড়িয়ে গেছে সবকিছুকে। চলতি বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা এই ফরাসি তারকার। তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও এখনও তেমন কোন চিন্তা ভাবনা করেননি এমবাপ্পে।
এদিকে এমবাপ্পে যদি আসলেই পিএসজি ছাড়েন তবে তার পরবর্তী গন্তব্য হবে কোথায়? কিছু স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে এমবাপ্পেকে দলে ভেড়ানোর এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ-ভিত্তিক ক্রীড়া দৈনিক এএস-এর দাবী, রিয়ালের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে এমবাপ্পের প্রতিনিধিদের।
এদিকে আগে থেকে রিয়াল মাদ্রিদে রয়েছ তারার মেলা। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ব্রাহিম দিয়াজের মত শক্তিশালী ফরওয়ার্ড লাইন রয়েছে রিয়াল মাদ্রিদের। জুড বেলিংহাম, লুকা মদরিচ, টনি ক্রুস, এদুয়ার্দো, হোসেলু মাতো, কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনির মতো খেলোয়াড় মাঝ মাঠে দলের ভরসার নাম।
তারকাখচিত এই দলে যদি এমবাপ্পে যুক্ত হন তবে শুরুর একাদশ নিয়ে মধুর সমস্যায় নিঃসন্দেহে পড়তে হবে রিয়ালের কোচ আনচেলত্তিকে। এদিকে রিয়াল মাদ্রিদের বিভিন্ন সূত্র থেকে স্প্যানিশ গণমাধ্যম গুলো জানাচ্ছে এমবাপ্পেকে দলে নেওয়ার জন্য একাধিক খসড়া লাইন-আপ সাজিয়ে রাখছে রিয়ালের এই মাস্টারমাইন্ড।
তবে কিছু স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলে সমন্বয় করার জন্যে লস ব্লাঙ্কোস থেকে বাদ যেতে পারে কারো নাম। তবে এমবাপ্পে কার জায়গায় দলে আসবেন অথবা আদৌ দল থেকে কেউ বাদ যাবেন কিনা, বা গেলেও কে হতে পারেন তিনি, সে বিষয়ে কিছু নিশ্চিত ভাবে বলেনি কেউ।
কিছু গণমাধ্যমের দাবি, যেহেতু এমবাপ্পে ও ভিনিসিয়াস একই পজিশনে খেলেন সেহেতু এমবাপ্পে দলে আসলে কাঁটা পড়তে পারে এই ব্রাজিলিয়ান তারকার নাম। তবে চলতি মৌসুমে ভেনিসিয়াসের জাদুকরী পারফরম্যান্স দেখলে এই খবরটাকে কেবল গুঞ্জন বলতেই পারেন অনেকে। তবে বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো দিচ্ছে ভিন্ন খবর।
মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী এমবাপ্পে রিয়ালে আসলে ভিনিসিয়াস নয়, বাদ যেতে পারেন রোদ্রিগো। কেননা এই মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে রিয়াল মাদ্রিদের সূত্রে অনেক স্প্যানিশ গণমাধ্যম বলছে, ভিনিসিয়াস ও রদ্রিগোর সঙ্গে ত্রয়ী গড়ে তুলুক এমবাপ্পে এমনটাই চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
তবে আলোচনা এত দূর গড়ালেও এখনও পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি খোদ কিলিয়ান এমবাপ্পে অথবা প্যারিস সেন্ট জার্মেই। তাই এমবাপ্পে পিএসজি ছাড়বেন কিনা অথবা ছাড়লেও কোন দলে যোগ দেবেন এবং পরবর্তীতে সেখানে কেমন প্রতিক্রিয়া হবে সবকিছু ছেড়ে দিতে হবে আপাতত সময়ের হাতে।
আরও পড়ুন: মিরপুরের উইকেট টি-টোয়েন্টির জন্য ভালো নয়, বলছেন পারনেল
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এফএএস