এশিয়া কাপের আর্চারিতে এবার বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক জয় করলো তপু রায় ও মেঘলা। তার উপর কম্পাউন্ড মিশ্র বিভাগের এই লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিরা স্বাগতিক ইরাকের আর্চারদের হারিয়ে এই পদক জয় করেছে। বর্তমানে এশিয়া কাপ আর্চারির খেলা চলছে ইরাকের বাগদাদে।
খেলায় মোট চার সেটের মধ্যে শেষ দুই সেট সমতায় শেষ হলেও প্রথম দুই সেটে ৩ পয়েন্টে এগিয়ে থাকায় ব্রোঞ্জ জিততে পেরেছে বাংলাদেশ। প্রথম দুই সেটে লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে ছিল ৩৬-৩৪ পয়েন্ট এবং ৩৭-৩৬ পয়েন্টে।
শেষ দুই সেট শেষ হয় ৩৭-৩৭ এবং ৩৮-৩৮ পয়েন্টে। এই বিভাগে অংশ নেয়া ৬ দেশের মধ্যে বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও ইরানকে হারিয়ে প্রতিবেশী দেশ ভারত চ্যাম্পিয়ন হয়েছে।
আগামীকালও পদকের লড়াইয়ে খেলতে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। আগামীকাল রিকার্ভ দলগত ও ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে, যেখানে ব্রোঞ্জ পদকের জন্য রিকার্ভ ব্যক্তিগত পুরুষে খেলবে বাংলাদেশ। মহিলা দলগত বিভাগেও ব্রোঞ্জের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বর্ণ জিততেও কাল মাঠে নামছে প্রতিনিধিরা। কাল (রবিবার) রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে এই লড়াই হবে।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেন সোনার হরিণ!
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি