Connect with us
ফুটবল

ফিফা বিশ্বকাপ : সবচেয়ে বেশি শিরোপা কাদের ঝুলিতে?

Who holds the most titles in FIFA World Cup
বৈশ্বিক এ আসর ইতোমধ্যে পার করেছে ২২ বসন্ত। ছবি- সংগৃহীত

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’— এই স্লোগানটি সবচেয়ে বেশি জড়িয়ে আছে ফুটবল বিশ্বকাপের সঙ্গে। বিশ্বকাপক ঘিরেই বিশ্বজুড়ে উন্মাদনা স্লোগানটিকে যথার্থতা দিয়েছে৷ ১৯৩০ সাল থেকে শুরু হওয়া বৈশ্বিক এ আসর ইতোমধ্যে পার করেছে ২২ বসন্ত৷ ফিফা বিশ্বকাপ এ সবচেয়ে বেশি শিরোপা কাদের ঝুলিতে?

এমন জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে বেশি উচ্চারিত হয় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের নাম। একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করা সেলেসাওরা পাঁচটি সোনালি ট্রফি ঘরে তুলেছে। ব্রাজিল ছাড়াও বিশ্বকাপে এ পর্যন্ত ৮টি দেশ শিরোপা জিতেছে।

এর মধ্যে— ইতালি ৪, জার্মানি ৪, আর্জেন্টিনা ৩, উরুগুয়ে ও ফ্রান্স ২ বার করে শিরোপা জিতেছে। এছাড়া ইংল্যান্ড ও স্পেন শিরোপা জিতেছে একবার করে।

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা কাদের ঝুলিতে?

ব্রাজিল

বিশ্বকাপে এ পর্যন্ত একমাত্র দেশ হিসেবে সবকটি আসরেই অংশগ্রহণ করেছে ব্রাজিল। এছাড়া এখন পর্যন্ত বিশ্বকাপে ১১৪টি ম্যাচ খেলেছে সেলেসাওরা৷ এর মধ্যে ৭৬টিতে জয়, ১৯ ম্যাচে ড্র ও ১৯ ম্যাচে হারের ইতিহাস রয়েছে দলটির৷

Brazil Football History

টিম ব্রাজিল— Brazil Football (ছবি- সংগৃহীত)

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের হয়ে খেলেছেন পেলে, রোনালদো নাজারিও, রোমারিও, রোনালদিনহো, কাফু, জিকো, গারিঞ্চার মতো খ্যাতনামা তারকারা৷ ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পাঁচ বার শিরোপা ঘরে তোলে সেলেসাওরা। এরপর দীর্ঘ ২ যুগ হতে চলেছে এখনো হেক্সা শিরোপা ঘরে তুলতে পারেনি ব্রাজিল৷

জার্মানি

ফিফা বিশ্বকাপের ২২ আসরের মধ্যে এখন পর্যন্ত জার্মানির অংশগ্রহণ ২০টিতে৷ বিশ্বকাপের রেকর্ডবুকে ব্রাজিলের পর সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে গ্রেড মুলার, মিরোস্লাভ ক্লোসার জার্মানি৷

বিশ্বকাপে ১১২ ম্যাচে জার্মানির জয় রয়েছে ৬৮ ম্যাচে। হার ২৩টি ও ২১টিতে ড্র। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও সর্বশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় জার্মানি৷ তবে বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে মোটেও ভালো কাটেনি জার্মানদের৷ রাশিয়া ও কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি৷

আরও পড়ুন :

» ফুটবলে নীল কার্ড আনার ধারণায় কী বললেন ফিফা সভাপতি?

» বিশ্বকাপ ফুটবলের সাফল্যে সেরা পাঁচ দল

» ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ইতালি

বিশ্বকাপের প্রথম আসরে অংশ নেয়নি ইতালি৷ এরপর টানা ৪ আসরে অংশ নিলেও ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দলটি৷ সর্বশেষ ২০১৮ ও ২০২২ কাপেও একই হাল আজ্জুরিদের৷ নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো টানা দুইবার বিশ্বকাপে খেলতে পারেনি দলটি৷ তবে ফুটবল বিশ্বকাপে রেকর্ড খাতায় আজ্জুরিদের সাফল্য বেশ ঈর্ষণীয়৷

১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন এবং ১৯৮২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়ে জার্মানির সমান ৪টি শিরোপা জিতে ইতালি৷ এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা ৮৩ ম্যাচ ইতালির রয়েছে ৪৫ ম্যাচে জয়, ১৭ ম্যাচে হার, ২১ ম্যাচে ড্র।

আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবলের প্রথম দুটি আসরে অংশ নিলেও ১৯৩৮, ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় আর্জেন্টিনা৷ মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৭০ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দলটি। এতে এখন পর্যন্ত বিশ্বকাপের ১৮টি আসরে অংশ নেয় আলবিসেলেস্তেরা।

Messi's message on one year anniversary of Argentina's World Cup victory

নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা ঘরে তুলেছেন মেসি-ডিমারিয়ারা।— Argentina’s World Cup victory (ছবি- সংগৃহীত)

লাতিন আমেরিকায় ব্রাজিলের পর সবচেয়ে সফল দলটির নাম আর্জেন্টিনা৷ সর্বশেষ ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা৷ এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা৷ এ পর্যন্ত বিশ্বকাপে খেলা ৮৮ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৪৭টিতে। ১৭ ম্যাচে ড্র ও ২৪ ম্যাচে রয়েছে হার।

ফ্রান্স

বিশ্বকাপের প্রথম টানা তিন আসরে ফ্রান্স অংশগ্রহণ করলেও ১৯৫০ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি তারা৷ মূলত ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি৷ তবুও তাদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলে সেই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় ফ্রান্স৷ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি আসরে অংশ নেওয়া ফ্রান্স কোয়ালিফাই করতে পারেনি পাঁচবার৷

ইউরোপীয়ান ফুটবলে জার্মানি, ইতালির পর সবচেয়ে বেশি শিরোপা ছুঁয়েছে ফ্রান্স। ১৯৯৮ ও রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় ফ্রান্স৷ শিরোপা জয়ী খেতাব ধরে রাখতে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও চমক দেখায় দলটি৷ তবে শেষ মূহূর্তে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হয় দলটি৷ এখন পর্যন্ত বিশ্বকাপে ৭৩ ম্যাচে ৩৯ জয়, ১৪টি ড্র ও ২০ ম্যাচে হার দেখেছে ফরাসিরা।

উরুগুয়ে

বিশ্বকাপ ইতিহাসে প্রথম শিরোপা ঘরে তুলে উরুগুইয়ানরা৷ যদিও প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েও পরের দুই আসরে নিজেদের সরিয়ে নেয় উরুগুয়ে। ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন হয় তারা। এরপর আরও ১২টি আসরে অংশগ্রহণ করলেও শিরোপার দেখা পায়নি দলটি। সবমিলিয়ে উরুগুয়ের দখলে রয়েছে দুটি বিশ্বকাপ৷

স্পেন ও ইংল্যান্ড

বিশ্ব ফুটবলের অন্যতম বড় পরাশক্তি স্পেন ও ইংল্যান্ড৷ ফুটবল ইতিহাস ও সংষ্কৃতির জন্য উভয় দেশ বিখ্যাত হলেও ফুটবল বিশ্বকাপে তারা ট্রফির দেখা পেয়েছে মাত্র একবার৷ ১৯৩০-১৯৩৮ পর্যন্ত বিশ্বকাপের প্রথম তিন আসরে অংশ নেয়নি ইংল্যান্ড। ১৯৫০ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে দলটি। এরপর টানা চারটি আসর খেলার পর আসে সেই মোক্ষম সুযোগ৷ ১৯৬৬ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড৷ শিরোপা জয়ের দীর্ঘ ৬০ বছর কেটে গেলেও এখনো শিরোপার দেখা পায়নি থ্রি লায়ন্সরা৷

এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি আসরে অংশগ্রহণ করেছে স্পেন৷ এর মধ্যে কেবল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ঘরে তোলে রামোস-ক্যাসিয়াসরা। এরপর থেকে স্পেনের কাছে বিশ্বকাপের স্মৃতি ভুলে যাওয়ার মতো৷ সর্বশেষ দুই আসরেও যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে দলটি, তাই শেষ ষোল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

আরও পড়ুন:

» কোপার আগে দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা 

» জুলে রিমে থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি: ফুটবলের এক নাটকীয় ইতিহাস

» নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে? 

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল