বায়ার লেভারকুসেনের হয়ে স্প্যানিশ কোচ জাবি আলোনসো যেন রূপকথাকে বাস্তবায়ন করে যাচ্ছেন। চলতি মৌসুমে ইউরোপীয় টপ ফাইভ লিগে একমাত্র দল হিসেবে এখনো পর্যন্ত অপরাজিত আছে জাবির দল বায়ার লেভারকুসেন। জার্মান লিগ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের দীর্ঘ ১১ বছরের দৌরাত্ম্যকে গুঁড়িয়ে দিয়ে এবারের লিগ শিরোপাও ঘরে তুলে ফেলতে পারে দলটি।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা ফুটবলার যখন লেভারকুসেনের দায়িত্ব নেন তখন দলটির অবস্থান ছিল পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে। সেখান থেকে আজ বুন্দেসলিগা জয়ের সবচেয়ে বড় দাবিদার তারা। বর্তমানে দলটি দ্বিতীয় স্থানে (৫০ পয়েন্ট) থাকা বাভারিয়ানদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
জার্মান ক্লাব হিসেবে বায়ার্নকে টপকে (৩২) সর্বোচ্চ ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও এখন জাবির দলের। লিগ শিরোপার বাইরেও ইউরোপা লিগের শেষ ষোলো এবং ডিএফবি পোকালের সেমিতে এখনও টিকে রয়েছে দলটি। আর এসব কিছুই সম্ভবপর হয়েছে জাবির ‘স্বল্প’ মূলধনের খরচে গোছালো ও বাস্তবধর্মী পরিকল্পনার সুবাদে।
৪২ বছর বয়সী কোচের মুন্সিয়ানায় ফুটবল ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞ এমনকি প্রতিপক্ষরা তার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। বায়ার্ন মিউনিখ তো তাদের চলমান দূর্দশা কাটিয়ে উঠতে ২৩-২৪ মৌসুম শেষে থমাস টুখেলকে সরিয়ে জাবি আলোনসোকে তাদের ম্যানেজার বানানোর প্রস্তাব দেবে বলে গুঞ্জন উঠেছে।
চলতি মৌসুম শেষে লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপও ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই অল রেডস সমর্থকদের মুখে ম্যানেজার হিসেবে পছন্দের শীর্ষে জাবির নামই শোনা যাচ্ছে।
তবে আপাতত চলতি মৌসুমে শুধু লেভারকুসেনকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন এই মাস্টারমাইন্ড। তিনি এই মুহূর্তে অন্য কিছুকে তার ভাবনায় রাখতে চাচ্ছেন না।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: সবচেয়ে বেশি শিরোপা কাদের ঝুলিতে?
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি