Connect with us
ক্রিকেট

বাংলাদেশ আছে ভালো স্মৃতিতে, বরিশালের অনুশীলনে যোগ দিয়ে মিলার

David Miller in Fortune Barishal
বরিশালের অনুশীলনে মিলার। ছবি- সংগৃহীত

অবশেষে ফরচুন বরিশালের ডেরায় যোগ দিয়েছেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। প্লে-অফের তিনটি ম্যাচ খেলার জন্যে আজ ঢাকায় এসেছেন তিনি। আগামীকাল সোমবার এলিমিনেটর ম্যাচ খেলতে বরিশালের জার্সিতে মাঠে নামবে মিলার। তিন ম্যাচের জন্য এলেও এলিমিনেটরে হারলে এক ম্যাচেই শেষ হবে মিলারের বিপিএল যাত্রা।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেই বরিশালের সঙ্গে ঢাকার একাডেমী একাডেমি মাঠে অনুশীলনে নেমে গেছেন মিলার। নতুন পুরাতন অনেক সতীর্থের সঙ্গে আলাপ হয়েছে এদিন তার। তবে নিজের বিয়ের ব্যস্ততায় এবারের বিপিএল তেমন একটা দেখা হয়নি তার, এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। তবে দলের খোঁজখবর ঠিকই রেখেছেন তিনি।

মিলার বলেছেন, ‘সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে। তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম। তবে টিভিতে খেলা দেখা হয়নি।’

এর আগে ২০১৬ সালের বিপিএলে খেলেছিলেন এই প্রোটিয়া তারকা। সেই কথা ভেবে তিনি বলেন, ‘এর আগে মনে হয় চিটাগং কিংসের হয়ে খেলেছি। আমার মনে আছে জার্সিটা ছিল টকটকে গোলাপি রঙয়ের। তখন তিনটি ম্যাচ খেলতে এক সপ্তাহের জন্য এসেছিলাম। বাংলাদেশ সবসময় আমার ভালো স্মৃতিতে আছে।’

আগামীকালের ম্যাচে মিলার নিজের সেরাটা দিয়ে খেলতে মুখিয়ে আছেন, ‘কাল (সোমবার) খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই।

লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলেছেন তিনি। বেশ আত্মবিশ্বাস নিজের খেলা নিয়ে, ‘আমি ১৬ বছর ধরে খেলছি। আমি আমার নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো জানি। আমি এটা নিশ্চিত করতে চাই আমি মানসিকভাবে ভালো অবস্থানে আছি।’ আগামীকাল দুপুর দেড়টায় মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলবে ফরচুন বরিশাল।

আরও পড়ুন: বৃষ্টি আইনে শেষ ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট