Connect with us
ক্রিকেট

চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে তামিমের বরিশাল

Fortune Barishal won in Eliminator match
ফরচুন বরিশাল। ছবি- ইএসপিএন

আজ সোমবার থেকে শুরু হয়েছে বিপিএলে নকআউট পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর রাউন্ডের খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে চট্টগ্রামকে কোন রকম পাত্তা না দিয়ে বড় ব্যবধানে জয় তুলে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল বরিশাল।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে তুষার ইমরানের চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন আগে ব্যাট করে মাত্র ১৩৫ রান তুলতে সক্ষম হয় চট্টলার দলটি। বল হাতে বরিশালের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন কাইল-মায়ার্স, সাইফুদ্দিন এবং ওবেদ ম্যাকয়। সহজ লক্ষ্য ৩১ বল আগেই টপকে যায় তামিম বাহিনী।

এই ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ বলেই তুলে নিয়েছেন এই আসরে নিজের তৃতীয় ফিফটি। তবে চট্টগ্রামের দেওয়া লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল তার দল। ইনিংসের দ্বিতীয় বলে ডাক মেরে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

এরপরই কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে ৯৮ রানের বিশাল জুটি গড়েন খান সাহেব। আর এতে গড়ে যায় বরিশালের জয়ের ভিত। যার মধ্যে ২৫ বলে কাইল মায়ার্স তুলে নেন নিজের অর্ধশতক। পরের বলেই তিনি আউট হলে চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।

ডেভিড মিলার ১২ বলে ১৭ রান করে আউট হয়েছেন শেফার্ডের বলে ক্যাচ দিয়ে। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন অধিনায়ক তামিম। আর এতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল ফরচুন বরিশাল। 

এর আগে দিনের প্রথম ইনিংসে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জশ ব্রাউন। এরপর ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার মাঝে কেবল আশার আলো জ্বেলেছিলেন অধিনায়ক শুভাগত হোম। তার ১৬ বলে ২৪ রানে ভর করে ১৩৫ রানের সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম।

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার। সেই ম্যাচ থেকে জয়ী দল সরাসরি চলে যাবে বিপিএলের ফাইনালে। পরাজিত দলের সঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে বরিশাল। সেখানে জিতলেই টিকিট থাকছে ফাইনালে ওঠার।

আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ভারত

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট