বিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে আজ মাঠে গড়িয়েছে প্লে-অফের ম্যাচ। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। তবে বিপিএল শেষে বিশ্রামের সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ থেকে (সোমবার) ঢাকায় শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্লে-অফ রাউন্ডের দল ব্যতীত অন্যান্য দল থেকে এই সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা এই ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করা না হলেও টেস্ট দলের নিয়মিত কয়েকজন সদস্য এই ক্যাম্পে যোগ দিয়েছেন।
জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসানরা এই ক্যাম্পে যোগ দিয়েছেন।
এই ক্যাম্পে ডাক পেয়েছেন এনসিএল ও বিসিএলে ভালো করা আব্দুল্লাহ আল মামুন এবং পেসার শফিকুল ইসলাম। তারাও আজ ক্যাম্পে যোগ দিয়েছেন।
আগামী ১ মার্চ বাংলাদেশে আসবে লংকানরা। এরপর ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর আবারো সিলেটে প্রথম টেস্ট খেলে সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে দুটি দল।
আরও পড়ুন: চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে তামিমের বরিশাল
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি