চোট কাটিয়ে ৪ মাস পর মাঠে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অ্যাঙ্কেলের চোট থেকে পুরোপুরি সেরে উঠে আজ এক প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমেছেন হার্দিক। বোলিংয়ের পাশাপাশি অল্প সময়ের জন্য ব্যাটিংও করেছেন এই অলরাউন্ডার।
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট অনুভব করে মাঠ থেকে বেরিয়ে যান হার্দিক। সে ম্যাচে আর খেলা না হলেও পরবর্তীতে আবারো খেলার কথা ছিল তার। তবে এরপর আর মাঠে ফিরতে পারেননি এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
কয়েক মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে আজ (২৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে তার দল রিলায়েন্স ওয়ান ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের ম্যাচে মাঠে নেমেছেন পান্ডিয়া। এদিন বল হাতে ৩ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেটের পাশাপাশি দশ নম্বরে অল্পসময়ের জন্য ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেছেন।
চোট পুনর্বাসন প্রক্রিয়া চলাকালেই কাধে নতুন দায়িত্ব পেয়েছেন হার্দিক। নানা নাটকীয়তার পর আইপিএল ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স ছেড়ে পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছন তিনি। এরপর রোহিত শর্মাকে সরিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়নদের দায়িত্ব দেওয়া হয়েছে তার কাধে। কিন্তু আইপিএলের আগে তার ফেরা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে গত দুই মাস ধরেই ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন এই অলরাউন্ডার। যার সুবাদে আইপিএলের আগেই মাঠে ফিরেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। আর মুম্বাইয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ, যেখানে প্রতিপক্ষ গুজরাট। সব ঠিক থাকলে সাবেক দলের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্বের মধ্য দিয়েই টি-টোয়েন্টির মেগা আসরে ফিরবেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ভারত
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি