আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সেটাও গড়েছেন ক্রিকেট বিশ্বে বহুল পরিচিত নয় এমন এক দেশের ব্যাটিং অলরাউন্ডার। আজ (মঙ্গলবার) নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মাত্র ৩৩ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন ইয়ান নিকোল লফটি-ইটন নামের এক ক্রিকেটার।
২২ বছর বয়সী তরুণ এই বাঁহাতি ব্যাটারের ব্যাটিং ঝড়ের কল্যাণেই স্বাগতিকদের ২০ রানে হারিয়েছে নামিবিয়া। ৩৩ বলে শতক হাঁকানো লফটি-ইটনের ইনিংসটি শেষ হয় ৩৬ বলে ১০১ রান করে। আজ (মঙ্গলবার) কীর্তিপুরে এই রেকর্ড গড়া শতকটি তার ক্যারিয়ারের প্রথম শতক। ১০১ রানের ঝোড়ো ইনিংসটিতে লফটি-ইটন ১১ টি চারের সাথে ৮ টি ছক্কা হাঁকান।
সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ২ উইকেট শিকার করে দলে জয়ে অবদান রাখেন তিনি। ব্যাট হাতে তিনি যখন উইকেটে আসেন, নামিবিয়া তখন ১০.২ ওভারে ৬২ রান তুলে ৩ উইকেট হারিয়ে বিপদের সম্মুখীন। এরপরই নেপালের বোলারদের ব্যাট হাতে তুলোধুনো করে মাত্র ১৮ বলে অর্ধ শতক ও ৩৩ বলে নিজের প্রথম শতক তুলে নেন এই ব্যাটসম্যান। সাথে ২০ ওভার শেষে নামিবিয়াকে ২০৬ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে দেন তিনি।
পাহাড় টপকানোর লক্ষ্যে নেমে ১৮.৫ ওভারে ১৮৬ রানেই শেষ হয় নেপালের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন ২২ বছরের লফটি-ইটন। আন্তর্জাতিক ক্রিকেটে লফটি-ইটনের আগে দ্রুততম শতকের কীর্তি ছিল নামিবিয়ার আজকের প্রতিপক্ষ নেপালের কুশল মাল্লার। গত বছরের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন নেপালি ক্রিকেটার যা কিনা ছয় মাসও টিকলো না।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে শতক ছোঁয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ডেভিড মিলার ও রোহিত শর্মার মত বিশ্বখ্যাত ব্যাটাররাও। মিলারের কীর্তিটি ছিল ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। একই বছর রোহিতের গড়া রেকর্ড শতকের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা।
আরও পড়ুন: ১৬টি চার-ছক্কায় ১১১ রান বাবরের, তবুও কষ্টার্জিত জয়
ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি