Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

Bangladesh Women-Australia Women series schedule
আগামী ১৭ মার্চ ঢাকায় আসবে অস্ট্রেলিয়ার মেয়েরা। ছবি- সংগৃহীত

আগামী মার্চেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার নারীরা। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।আসন্ন সিরিজকে কেন্দ্র করে সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২১ মার্চ। মাঝে দুইদিন করে বিরতি দিয়ে ২৪ ও ২৭ তারিখ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত হবে।

৩১ মার্চ থেকে মাঠে গড়াবে ১ম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২ এপ্রিল দ্বিতীয় এবং ৪ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯ টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ১২ টায়। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির বোর্ড। যেখানে গ্রেস হ্যারিস শুধু টি-টোয়েন্টিতে খেলবেন। আর বাকি ১৫ জন উভয় ফরম্যাটের দলেই রয়েছেন।

অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), সোফি মলিনেক্স, বেথ মুনি, ফোবি লিচফিল্ড, এলিস পেরি, মেগান স্কাট, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক ও অ্যানাবেল সাদারল্যান্ড।

ওয়ানডে সিরিজের সূচি: 

তারিখ ম্যাচ সময়  
২১ মার্চ১ম ওয়ানডেসকাল সাড়ে ৯টা
২৪ মার্চ২য় ওয়ানডেসকাল সাড়ে ৯টা
২৭ মার্চ৩য় ওয়ানডেসকাল সাড়ে ৯টা

টি-টোয়েন্টি সিরিজের সূচি: 

তারিখ ম্যাচ সময়  
৩১ মার্চ১ম টি-টোয়েন্টিবেলা ১২টা
০২ এপ্রিল২য় টি-টোয়েন্টিবেলা ১২টা
০৪ এপ্রিল৩য় টি-টোয়েন্টিবেলা ১২টা

আরও পড়ুন: পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট