ভারতে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ৩-১ ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। দল ব্যর্থ হলেও ব্যক্তিগত সাফল্য ঠিকই ধরে রেখেছেন ইংলিশ টপ অর্ডার জো রুট। ভালো পারফরম্যান্সের সুবাদে এবার টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন এই ইংলিশ তারকা। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালও র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন।
সবশেষ রাঁচি টেস্টে শুরুতে ভালো খেললেও স্বাগতিকদের কাছে হেরে গেছে বেন স্টোকসদের দল। তবে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ১২২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে পাঁচ নম্বর থেকে দুই দাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন এই ইংলিশ। একই টেস্টের দুই ইনিংসে ৭৩ ও ৩৭ রানের দুই ইনিংসে টেস্ট ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন ভারতের আগ্রাসী ওপেনার যশস্বী জয়সওয়াল। সাবেক ইংলিশ কাপ্তান রুট ক্রিকেটের প্রাচীনতম সংস্করণটির অলরাউন্ডারের তালিকায়ও তিন ধাপ এগিয়ে আছেন চার নম্বরে।
সবশেষ টেস্টে ম্যাচসেরা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। চতুর্থ টেস্টের দুই ইনিংসে ৯০ ও ৩৯ রানের ইনিংস খেলা জুরেল ৩১ ধাপ এগিয়ে বর্তমানে ৬৯ নম্বরে উঠে এসেছেন। ইংল্যান্ডের জ্যাক ক্রলিও রাঁচি টেস্টে ৪২ ও ৬০ রানের ইনিংসের সুবাদে শীর্ষ বিশে উন্নীত হয়েছেন। ক্রলির এটাই ক্যাটিয়ার সেরা র্যাঙ্কিং।
রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ৫ উইকেটের সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরাহর সাথে রেটিং পয়েন্টের ব্যবধান ২১পয়েন্টে এসে দাঁড়িয়েছে। চলতি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সেরই সুফল পেয়েছে রবীচন্দ্রন অশ্বিন।
তবে ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ উইকেট ও নেপালের বিপক্ষে ৪ উইকেট নিয়ে নামিবিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে ইতিহাস সেরা ১১ তম স্থানে উন্নীত হয়েছেন বোলার বের্নার্ড শল্টজ।
আরও পড়ুন: তৃতীয় সন্তানের বাবা হলেন কেন উইলিয়ামসন
ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি