Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh Football Team
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলায় মার্চ মাসে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচ দু’টিকে সামনে রেখে ২৮ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর এই ম্যাচ দু’টিতে খেলার গুঞ্জন থাকলেও সেটা আর সম্ভব হচ্ছে না। স্কোয়াডে নতুন চমক শেখ মোরসালিন ও তারিক কাজীকে না রাখা।

ফিলিস্তিনের বিপক্ষে আগামী ২১ মার্চ অ্যাওয়ে ম্যাচটি হবে মধ্যপ্রাচ্যের কাতারে এবং হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চে। তার আগে দুই সপ্তাহ সৌদি আরবে নিজেদের প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করবে জামাল ভূঁইয়ার দল। সেখান থেকে প্রথম লেগের ম্যাচটি খেলতে ১৭ মার্চ কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ।

২৪ সদস্যের এই স্কোয়াডে বড় চমক বলতে তারিক কাজী ও উইঙ্গার শেখ মোরসালিনের না থাকাটা। শেখ মোরসালিন অবশ্য স্কোয়াডে নেই ইনজুরির কবলে পড়ায়। দেশের এই উঠতি তারকার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাতে পারে ক্যাবরেরার দলকে।

এই দুই তারকা না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া, মোহাম্মদ সাদ উদ্দিন, সোহেল রানা, তপু বর্মণ, সুমন রেজারা ঠিকই জায়গা করে নিয়েছেন। দলে আরও আছেন শেখ জামাল গোলরক্ষক মিতুল মারমা ও বাংলাদেশের বর্তমানে সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

বাংলাদেশের স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও মাহফুজুর রহমান প্রিতম।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মণ, ইসা ফয়সাল, রহমত মিয়া, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।

মিডফিল্ডার: সোহেল রানা, চন্দন রায়, জামাল ভ্ইূয়া, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, মোঃ হৃদয়, রাকিবুল হাসান, শাহ কাজেম কিরমানি, জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।

আরও পড়ুন: বিপিএলের মাঝেই নতুন ঠিকানা চূড়ান্ত করলেন সাকিব 

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল