অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে চলমান ওয়েলিংটন টেস্টে ২০৪ রানের বিশাল লিড পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা ৩৮৩ রানে অলআউট হলেও স্বাগতিকদের ইনিংস মাত্র ১৭৯ রানের মধ্যেই আটকে ফেলে তারা। অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন একাই খেলেছেন ১৭৪ রানের অনবদ্য ইনিংস।
দলীয় বড় রান সংগ্রহ না করলেও এত বড় লিড পাওয়ায় পেছনে আছেন অজি ব্যাটার গ্রিনের দুর্দান্ত ইনিংস এবং অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তিনশো রান পেরোতে না পারার শঙ্কা নিয়ে ব্যাট করতে নেমেও ৩৮৩ রানের পুঁজি সংগ্রহ করাটা সম্ভব হয়েছে দশম উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে গ্রিনের ১১৬ রানের অবিশ্বাস্য জুটির ফলে। এটি টেস্টে দশম উইকেটে গড়া সর্বোচ্চ জুটির তালিকায় ১৬ নম্বরে স্থান পেয়েছে।
২৭৬ বলে ১৭৪ রানের এই মহাকাব্যিক ইনিংসটিতে গ্রিন চার মারেন ২৩ টি এবং ছক্কা হাঁকান ৫ টি। অন্য প্রান্তে থাকা হ্যাজেলউড ২২ রান করে আউট হয়ে গেলে সফরকারীদের ইনিংস থামে ৩৮৩ রানে।
মাঝারি রান টপকানোর লক্ষ্যে নামা নিউজিল্যান্ড শুরুতেই খেই হারিয়ে বসে। মাত্র ২৯ রান তুলতেই কিউইদের ৫ ব্যাটার সাজঘরে ফেরেন। পরে ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন গ্লেন ফিলিপস ও টম ব্লান্ডেল। কিন্তু উইকেটে সেট হয়েও ব্লান্ডেল ৩৩ করে আউট হয়ে গেলে তাদের ৮৪ রানের জুটিটি ভেঙে যায়। অন্যপ্রান্তে থাকা ফিলিপস অবশ্য ওয়ানডে মেজাজে ঠিকই ব্যাট চালিয়ে গেছেন। কিন্তু ৭০ বল খরচায় ৭১ রানে ফিলিপসও আউট হয়ে গেলে মুখ থুবড়ে পড়ে কিউইদের ইনিংস। মাত্র ১৭৯ করে সবকটি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বল খেলেছে মোটে ৪৩.১ ওভার।
অস্ট্রেলিয়ার ডান হাতি স্পিনার নাথান লায়ন ৪৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। আর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কিউই পেসার ম্যাট হেনরি ৭০ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।
বড় লিড নিয়ে দিনের শেষ মুহূর্তে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই কিসমতের উইকেট তুলে নিয়ে সফরকারীদের ধাক্কা দেন টিম সাউদি। মারনুস লাবুসাঙ্কেকেও ব্যাক্তিগত ২ রানে ফিরিয়েছেন এই কিউই পেসার। এতে শেষ বেলায় ৮ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৩ রান করেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বেইলি রোডের ঘটনায় শোক প্রকাশ করলেন তামিম-মিরাজরা
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমএস/এফএএস