শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের জন্যে আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচ।
বিপিএল ইতিহাসে চারবার টুর্নামেন্টের ফাইনালে উঠে কখনও না হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এবার চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় আছে ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল তামিমের নেতৃত্বাধীন বরিশাল।
টস জিতে বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করব। শুরুতে পেস বোলাররা সাহায্য পাবে। আমরা দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করব। এবারের বিপিএলে ট্রফি জেতার জন্য আমার মুখিয়ে আছি। পুরো টুর্নামেন্টে আমরা কঠোর পরিশ্রম করেছি। এক পর্যায়ে পিছিয়ে পড়েও দারুন ভাবে ফিরে এসেছি আমরা।’
অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মুস্তাফিজুর রহমান ফিরেছেন ফাইনাল ম্যাচে। কুমিল্লার অধিনায়ক লিটন বলেছেন, ‘এটা একটা নতুন ম্যাচ। আমরা এটির জন্য অপেক্ষা করছি। প্রথমে ব্যাট করতে আমার আপত্তি নেই। স্কোরবোর্ডে বড় রানের চাপ গুরুত্বপূর্ণ। মুস্তাফিজুর রহমান ফিট, সে ফিরে এসেছে। এই ম্যাচে ১৬০ একটি ভাল স্কোর হবে।’
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, ডেভিড মিলার, তাইজুল ইসলাম, জেমস ফুলার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
আরও পড়ুন: আজকে আরও দুই রেকর্ডের সামনে তামিম ইকবাল
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এফএএস