বিপিএলের চার বারের রেকর্ড চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৫৪ রানের সংগ্রহ তুলতে পারে কুমিল্লা। রান তাড়া করতে নেমে তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য টককে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
আজ শুক্রবার (১ মার্চ) মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। এদিন বরিশালের বোলিং আক্রমের সামনে শুরু থেকেই সুবিধা করতে পারছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটাররা। ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে ১৫৫ রানের লক্ষ্য বরিশালকে ছুঁড়ে দেয় কুমিল্লা।
জবাবে রান তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দারুণ এক ওপেনিং জুটি গড়েন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাদের দুজনের জুটি ভাঙ্গে দলীয় ৭৬ রানের সময় তামিম ইকবাল আউট হলে। এদিন তামিম ২৬ বলে খেলেন ৩৯ রানের একটি দুর্দান্ত ইনিংস। ফাইনালে তামিমের ব্যাট থেকে দেখা যায় সমান ৩টি করে চার ও ছক্কার মার।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তামিমের সমান ২৬ বল খেলে তিনি করেন ২৯ রান। এরপর মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স। মুশফিক ধীরগতির ব্যাটিং করে গেলেও অপরপ্রান্তে বিধ্বংসী ছিলেন কাইল মায়ার্স। তিনি হলেন ৩০ বলে ৪৬ রানের একটি দারুণ ইনিংস।
এরপর একই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে রোমাঞ্চ আনার চেষ্টা করেন মুস্তাফিজুর রহমান। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল কুমিল্লার জন্যে। বরিশালের বাকি পথ মাহমুদউল্লাহ রিয়াদ এবং ডেভিড মিলার মিলে পাড়ি দেন খুবই সহজে। শেষ পর্যন্ত এক ওভার এবং ৬ উইকেট হাতে থাকতেই শিরোপা জয়ের উল্লাস করে তামিম ইকবালের দল।
এর আগে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমেছিল লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের প্রথম ওভারেই সুনীল নারিনের উইকেট হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। এদিন দলের ভরসা হতে পারেননি অধিনায়ক লিটন দাস কিংবা গোটা আসর উজ্জ্বল থাকা তাওহীদ হৃদয়। জনসন চার্লসও দলের ভরাডুবির সময় নিতে পারেননি ত্রাতার ভূমিকা।
দলীয় ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করলেও ধীর গতির এই রান দলের জন্য খুব একটা ভালো প্রভাব ফেলতে পারেনি। লড়াই করার পুঁজি সংগ্রহ করতে যখন হিমশিম খাচ্ছিল কুমিল্লা ব্যাট হাতে তখন জ্বলে ওঠেন আন্দ্রে রাসেল।
ম্যাচের ১৭ তম ওভারে মাঠে নামেন এই ক্যারিবীয় তারকা। ৪ ছক্কায় ১৪ বলে খেলেন ২৭ রানের একটি ঝড়ো ইনিংস। এতে করে শেষ পর্যন্ত বরিশালের বিপক্ষে লড়াই করার একটি সংগ্রহ দাঁড় করাতে পারে লিটন দাসের বাহিনী। তবে শেষ পর্যন্ত তা কুমিল্লার জয়ের জন্য যথেষ্ট হতে পারেনি।
আরও পড়ুন: ফ্লিক নয় বার্সেলোনার পছন্দের শীর্ষে ডি জারবি
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এফএএস