দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। ক্রিকেটে ফিরেছেন চলতি বিপিএল দিয়েই। কথা ছিল বিপিএল শেষে সিদ্ধান্ত নেবেন নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে। তবে বিপিএলের ফিরেই যেন জ্বলে উঠলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আসরে নিজের দলকে করলেন চ্যাম্পিয়ন; নিজেও হলেন টুর্নামেন্ট সেরা।
আজ শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ফাইনালে চারবারের রেকর্ড চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। গোটা আসরেই দুর্দান্ত ছন্দ ছিলেন তামিম। ফাইনাল ম্যাচেও খেললেন কার্যকরী এক অসাধারণ ইনিংস।
বিপিএলের এই দশম আসরে বরিশালের হয়ে খেলা ১৫ ম্যাচে তিনি প্রায় ৩৫ গড়ে করেন ৪৯২ রান। যা চলতি আসরে সর্বোচ্চ। গোটা আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলের জয় গুলোতে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। আর এতেই চলতি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে।
আজ ফাইনালেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। রাম তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ৭৬ রানের দারুণ এক ওপেনিং জুটি। এদিন তামিম ২৬ বলে খেলেন ৩৯ রানের একটি অসাধারণ ইনিংস। যেখানে তামিমের ব্যাট থেকে আসে সমান ৩টি করে চার ও ছক্কার মার।
আরও পড়ুন: কুমিল্লাকে হারিয়ে বিপিএলে প্রথম শিরোপা জিতল তামিমের বরিশাল
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এফএএস