গেল ভারত বিশ্বকাপের আগে থেকেই জাতীয় দলের সঙ্গে নেই তামিম ইকবাল। লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা তামিম মাঠে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছে সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে। আর মাঠের ক্রিকেটে ফিরেই যেন জ্বলে উঠলেন তামিম ইকবাল। নেতৃত্ব গুণে ফরচুন বরিশালকে করলেন প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিপিএলেও নিজের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন গোটা দলকে। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। বিপিএলের এই দশম আসরে ১৫ ম্যাচ খেলে তিনি করেছেন সর্বোচ্চ ৪৯২ রান। হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। আর তাই প্রশ্ন উঠেছে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল কবে ফিরবেন জাতীয় দলে।
গতকাল রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের শিরোপা জয়ের পর ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কথা বলেছেন এই বিষয়ে। এছাড়াও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও জানিয়েছেন নিজেদের অবস্থান। তিনি জানান আগামী দু-তিন দিনের মধ্যেই তামিমের সাথে বসার কথা রয়েছে বিসিবি প্রতিনিধিদের।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে নতুন প্রধান নির্বাচকের সঙ্গে কোন কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’
ফেরার আগে নিজের দিক থেকে কিছু বিষয় পরিষ্কার করতে চান তিনি, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’
আরও পড়ুন: সাকিবের প্রশংসা করলেন তামিম, বললেন হৃদয়-শরিফুলের কথাও
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এফএএস