Connect with us
ক্রিকেট

ক্রিকেটের জন্য এতো বড় সিদ্ধান্ত নিচ্ছেন গৌতম গাম্ভীর?

Gautam Gambhir
গৌতম গাম্ভীর। ছবি- সংগৃহীত

ক্রিকেটে মনোযোগ দিতে রাজনীতি থেকে সরে দাড়াচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীর। মূলত রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করায় ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন গাম্ভীর। এবার ক্রিকেটের পেছনেই পুরো সময় দিতে রাজনীত থেকে সরে দাড়াতে চান এই ভারতীয় টপ অর্ডার ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হওয়ার পর ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএলে খেলা চালিয়ে গেছেন গৌতম গাম্ভীর। তবে ২০১৮ সালে সব ধরনের ক্রিকেটে থেকে অবসর নেন তিনি। এরপর ২০১৯ সালে রাজনীতিতে যোগদান করেন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে পূর্ব দিল্লি থেকে নির্বাচিত হন।

তবে এবার রাজনীতি ছেড়ে পুনরায় ক্রিকেটে মনোযোগ দিতে চান গাম্ভীর। এ জন্য তিনি তার দল বিজেপির কাছে আবেদন জানিয়েছেন। তার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার বিষয়ে ‘এক্স’-এ লিখেছেন, ‘আমাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা মহোদয়কে অনুরোধ করেছি। যাতে ক্রিকেটে মনোযোগ দিয়ে আমার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারি।’

ভারতীয় ক্রিকেটে একসময় টপ অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন গৌতম গাম্ভীর। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছেন এই সাবেক। দুটো আসরের ফাইনালেই ব্যাট হাতে অসামান্য অবদান রেখেছেন গাম্ভীর।

এছাড়া আইপিএলে তার নেতৃত্বে দুইবার শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মাস থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএল আসরে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এই সাবেক ক্রিকেটার।

আরও পড়ুন: আলিসের পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেলেন যে ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট