Connect with us
ফুটবল

ফুটবলে নীল কার্ড আনার ধারণায় কী বললেন ফিফা সভাপতি?

Gianni Infantino
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি- সংগৃহীত

কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল, ফুটবলে হলুদ ও লাল কার্ডের পাশাপাশি নীল কার্ড চালু হতে পারে। তবে আলোর মুখ দেখার আগেই ফুটবলে নীল কার্ড আনার ধারণা উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্কটল্যান্ডে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এর বার্ষিক সাধারণ সভায় নীল কার্ডের প্রস্তাব নাকচ করে দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এমন কোনো কার্ড যুক্ত করার কথা ভাবছেন না তারা।

তিনি আরো বলেন, এটি এমন একটি বিষয় যা আমাদের জন্য অস্তিত্বহীন। ফিফা সম্পূর্ণরূপে নীল কার্ডের বিরোধী। ফিফার সভাপতি হয়েও এই বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম না। আমাদেরকে অবশ্যই ফুটবলের সারমর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে হবে। এখানে কোন নীল কার্ড নেই।আ

গত মাসে দ্য টেলিগ্রাফ রিপোর্ট করেছিল যে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলে নীল কার্ড চালু করার পরিকল্পনা করছে এবং এটি আগামী মৌসুমের প্রথম দিকে বাস্তবায়িত হতে পারে।

এর আগে হলুদ ও লাল কার্ডের মাঝামাঝি নিয়ম সংযুক্ত করে ফুটবলে নীল কার্ড যুক্ত করার প্রস্তাব দেয় আইএফএবি। নিয়ম ছিল, রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করা কিংবা বাজেভাবে ফাউল করা খেলোয়াড়কে নীল কার্ড দেখাতে পারবেন রেফারিরা। শাস্তি হিসেবে ওই খেলোয়াড় ১০ মিনিট মাঠের বাইরে থাকবেন।

আরও পড়ুন: বিশ্বকাপে আয়োজক দেশ হতে সৌদি আরবের আনুষ্ঠানিক বিড 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/আরআর/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল