Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন অধিনায়ক শান্ত

Najmul shanto
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগারদের হয়ে এর আগেও বেশ কিছু ম্যাচে দলপতির ভূমিকা পালনের অভিজ্ঞতা ছিল এই বাঁ হাতি ব্যাটারের।

তবে শান্তর কাঁধে এবারে অধিনায়কত্বের ভার পড়েছে পাকাপাকিভাবে। টাইগার কাপ্তান হিসেবে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে এর রোমাঞ্চ যেন শান্তর চোখে মুখে ফুটে উঠছিল। সঙ্গে শান্ত তিন সংস্করণের ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে তার ভাবনার কথা এবং শ্রীলংকা সিরিজে তার লক্ষ্যের কথা জানিয়ে গেলেন।

টেস্টে বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা আগের চেয়ে ভালো খেলছি কিন্তু খুব বেশি উন্নতি করতে পেরেছি বলে মনে হয় না। আমার লক্ষ্য থাকবে ঘরের মাটিতে অন্তত নেশির ভাগ ম্যাচে জয় ছিনিয়ে আনা। আর দেশের বাইরে দলগুলোর সাথে যেন ভালো ফাইট দিতে পারি। টেস্ট ক্রিকেটের গুরুত্বটা সবার মাঝে অনুধাবন হওয়াটা খুব জরুরী। এটা একটা বিষয়।’

এক দিনের ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে শান্ত বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে দল হিসেবে আমরা মাশাল্লাহ বেশ উন্নতি করেছি। কিন্তু এখনো বড় কোন টুর্নামেন্টে আমরা শিরোপা জিততে পারিনি। তাই আমাদের লক্ষ্য থাকবে বড় টুর্নামেন্টে আরও ভালো খেলার এবং দেশের জন্য ওয়ানডে ক্রিকেটে শিরোপা জয় করার।’

টি-টোয়েন্টিতে নিজের ভাবনা সম্পর্কে বলেন, ‘টি-টোয়েন্টিতে যে আমরা আগের থেকে উন্নতি করেছি সেটা গত বছরে আমাদের পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে। তবে এই সংস্করণে আমাদের উন্নতি করার আরও বেশ কিছু জায়গা রয়েছে। সেগুলো ঠিকভাবে করতে পারলে আশা করি আমরা যে কোন দলের বিপক্ষে যে কোন কন্ডিশনে আরও ভালো খেলতে পারবো।’

‘এখন ক্রিকেটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিন সংস্করণে খেলা ক্রিকেটাররা ছাড়াও জাতীয় দলের আশেপাশে আরও যে ৩০-৩৫ জন ক্রিকেটার আছেন, তারা যেন দলের প্রয়োজনে নিজেদের উন্নতির জায়গা নিয়ে কাজ করেন। আমরা যখন দলের হয়ে খেলাগুলো শুরু করবো, তখন আমাদের পরিকল্পনা সম্বন্ধে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো’ – যোগ করেন শান্ত।

আরও পড়ুন: বিপিএল ২০২৪ : কে কত টাকা প্রাইজমানি পেল?

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট