ক্রীড়াপ্রেমী ও অ্যাথলেটদের কাছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর অলিম্পিক। পৃথিবীর নানা প্রান্তের অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীরা অলিম্পিককে ঘিরে মুখিয়ে থাকে৷ যেকোনো অ্যাথলেটের জন্য অলিম্পিক এক স্বপ্নের মতো৷ আর সেই স্বপ্নের মঞ্চে যদি স্বর্ণ জয় করা যায়, তাহলে তো কথাই নেই!
কবে শুরু হচ্ছে এবারের অলিম্পিক?
ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে অলিম্পিকের ৩৩তম আসর৷ আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে এবারে প্যারিস অলিম্পিক৷ আসন্ন প্যারিস অলিম্পিককে ঘিরে এরই মধ্যে দুনিয়ার নানা প্রান্তের অ্যাথলেট ও দর্শকদের মধ্যে বইছে উৎসবের হাওয়া৷
যে ভেন্যুতে গড়াবে যে খেলা
অলিম্পিকের বেশিরভাগ ইভেন্ট অনুষ্ঠিত হবে প্যারিস ও এর আশেপাশে। রোলাঁ গারোতে অনুষ্ঠিত হবে টেনিস ও বক্সিং৷ প্যারিস থেকে প্রায় ১০ হাজার মাইল দূরে তাহিতি দ্বীপে গড়াবে সার্ফিং৷ ফরাসি ফুটবল ক্লাব পিএসজির হোম গ্রাউন্ত পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল৷ এবং সর্বশেষ স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে প্যারিস অলিম্পিকের সমাপনী পর্ব দেখা যাবে৷
প্যারিস অলিম্পিকে নতুন যুক্ত হচ্ছে যেসব খেলা
অলিম্পিকে প্রথম বারের মতো অভিষেক হচ্ছে ব্রেক ডান্স খেলার৷ ব্রেক ডান্সের পীঠস্থান হিসেবে পরিচিত প্যারিসেই পদ্মা নামবে নৃত্য খেলাটির৷ নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে এ খেলায় নজর দেওয়া হবে নাচের ধরন, পায়ের কাজ ঘোরার ক্ষমতা, পায়ের কাজ ইত্যাদির ওপর৷ তবে অনেকেই মনে করেন, ব্রেক ডান্সকে অলিম্পিকে যুক্ত করলে অন্যান্য ডান্সকেও খেলা হিসেবে যুক্ত করা উচিত৷
ব্রেক ডান্সের পাশাপাশি এবারের অলিম্পিক দেখা যাবে সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং। স্কেটবোর্ডিংয়ের ক্ষেত্রে পার্কস্কেট ও স্ট্রিটস্কেট দুই ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে৷ টোকিও অলিম্পিকে খেলাগুলো প্রথম চালু হলেও সেই ধারা অব্যাহত রাখতে এবার প্যারিস অলিম্পিকেও দেখা যাবে খেলাগুলো।
প্যারিস অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটের সূত্রে জানা যায়, তরুণ-তরুণীদের সাথে সম্পর্কিত সৃজনশীল খেলাগুলোকে যুক্ত করা হয়েছে এবারের অলিম্পিকে৷
বাদ পড়লো যেসব খেলা
বেসবল, সফটবল, কারাতের মতো খেলা এবারের প্যারিস অলিম্পিক থেকে বাদ পড়েছে। টোকিও অলিম্পিকে অভিষেক হওয়া কারাতে মাত্র এক অলিম্পিকের বেশি স্থায়ী হয়নি। অন্যদিকে ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে অভিষেক হওয়া বেসবল টানা ছয় আসরের পর এবার বাদ পড়তে যাচ্ছে।
তবে বেসবল ও সফটবল সাময়িক সময়ের জন্য বাদ পড়ছে৷ পুনরায় ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ফিরে আসবে খেলাগুলো। লস এঞ্জেলস অলিম্পিকে আরো একটি বিশেষ খেলা যুক্ত হবে। ১২৮ বছর পর ২০২৮ সালে লস এঞ্জেলস অলিম্পিকে যুক্ত হবে ক্রিকেট৷ সর্বশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: ইন্টার মায়ামিতেই কি মেসির সঙ্গে জুটি বাঁধবেন নেইমার?
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/টিএইচ/এসএ