ঘরের মাঠে চলমান শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (সোমবার) প্রথম ম্যাচে একাদশেও রয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দিনের হিসেবে ৫৫০ দিন পর জাতীয় টি-টোয়েন্টি দলের জার্সি গায়ে জড়িয়েছেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই ক্রিকেটার।
সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ। সেবার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় দেড় বছর পর আবারো দলে ফিরলেন মাহমুদউল্লাহ।
সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন রিয়াদ। ১৩ ইনিংসে ১৩৪.৬৬ স্ট্রাইক রেটে ২৩৭ রান করেছেন তিনি। এর মধ্যে ৫ ম্যাচেই তিনি অপরাজিত ছিলেন। এছাড়া কয়েকটি ম্যাচ জয়ী ইনিংসও খেলেছেন এই বাংলাদেশ তারকা। তারই সুবাধে জায়গা হয়েছে জাতীয় দলে।
ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে তার দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে সব সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ দলে জায়গা করে নেন এবং বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৭ ইনিংসে ৫৪.৬৭ এভারেজে ৩২৮ রান করেন। যা বাংলাদেশিদের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল।
বিশ্বকাপের পর চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না মাহমুদউল্লাহ। চোট কাটিয়ে বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় টি-টোয়েন্টি দলে পুনরায় জায়গা করে নিয়েছেন এই তারকা। সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে এই ৩৮ বছর বয়সী ক্রিকেটারকে।
আরও পড়ুন: আবারো এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এমটি