Connect with us
ক্রিকেট

বিপিএল : সাকিবসহ তিন ক্রিকেটারের শাস্তি

ছবি- গুগল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে (নবম) অসদাচরণের কারণে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানসহ তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন বরিশালের এনামুল হক বিজয় ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরল হাসান সোহান। তাদের তিনজনের ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ করে কেটে নেওয়া হবে। তবে সবাই নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন।

এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের ইনিংস শুরুর আগেই ঝামেলার সূত্রপাত হয়। চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে থাকায় রকিবুল হাসানের থেকে বল কেড়ে নিয়ে অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে তুলে দেন রংপুরের অধিনায়ক সোহান। এটা দেখে ননস্ট্রাইকে থাকা বরিশালের আরেক ওপেনার এনামুল বিজয় স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও তাদের বোলার বদলে ফেলে। মেহেদিকে বাদ দিয়ে ডানহাতি এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দেন সোহান।

অপরদিকে নিয়মানুযায়ী আগে বোলার বল হাতে নেবেন, এরপরই দুই ওপেনার ঠিক করবেন; কে স্ট্রাইকে থাকবেন কে নন–স্ট্রাইকে থাকবেন। মাঠে এমন নাটক দেখে ডাগ আউট থেকে হনহন করে মাঠে প্রবেশ করেন বরিশালের অধিনায়ক সাকিব। আম্পায়ারের সঙ্গে কিছু সময় তর্কে জড়িয়ে তিনি মাঠ ছাড়েন।

যদিও এভাবে মাঠে প্রবেশ করার কোনো নিয়ম নেই। অন্যদিকে নুরুলও বারবার বোলার পরিবর্তন করছিলেন। তাই দুজনকেই জরিমানা করা হয়। অন্যদিকে এলবিডব্লুর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা বরিশাল ওপেনার এনামুল হক বিজয়ও পেয়েছেন একই শাস্তি।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট