ফুটবল মাঠে ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে বয়স ৩৯ হলেও বদলায়নি রোনালদোর রেকর্ড গড়ার অভ্যাস৷ ফুটবল মাঠে এখনো টগবগে তরুণের দাপিয়ে বেড়ান তিনি৷ কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডদের মতো তরুণদের হটিয়ে গত বছর আল নাসেরের হয়ে শীর্ষ গোলদাতা হন তিনি।
ফুটবল মাঠের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও পিছিয়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সর্বোচ্চ ৬২৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন তিনি৷ প্রায়ই ব্যক্তিগত জীবনের ও মাঠের খেলার বিশেষ মূহুর্তের স্থিরচিত্র ও ভিডিওচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি৷ আর তার সেসব পোস্টে হুমড়ি খেয়ে পড়েন দুনিয়ার নানা প্রান্তের কোটি কোটি ভক্ত-সমর্থকরা।
সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে কাজ করা সোশ্যাল ব্লেড জানিয়েছে, গত এক বছরে রোনালদোর ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ১২৩ মিলিয়ন৷ অন্যদিকে হপার এইচকিউ-এর দেওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয় হয় ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার।
ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে রোনালদোর আশেপাশে নেই অন্য কোনো তারকা৷ ফুটবল মাঠের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও রয়েছেন পিছিয়ে৷ তাঁর ফলোয়ারের সংখ্যা ৫০০ মিলিয়ন। এছাড়া নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও ডেভিড বেকহামদের মতো তারকারাও নেই রোনালদোর আশেপাশে।
ইন্সটাগ্রামে ফুটবলাররা কে কোথায়-
ক্রিস্টিয়ানো রোনালদো- ৬২৩ মিলিয়ন
লিওনেল মেসি- ৫০০ মিলিয়ন
নেইমার- ২১৯ মিলিয়ন
কিলিয়ান এমবাপ্পে-১১২ মিলিয়ন
ডেভিড বেকহ্যাম -৮৭ মিলিয়ন
আরও পড়ুন: কোপা আমেরিকা: সবচেয়ে বেশি শিরোপা কাদের ঘরে?
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/টিএইচ/এমটি