পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন লাহোর কালান্দার্স পেসার শাহিন শাহ আফ্রিদি। টুর্নামেন্টটির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি পেসার।
বুধবার (৬ মার্চ) আসরে নিজেদের অষ্টম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়ে শাহিনের লাহোর কালান্দার্স। লাহোর প্রথমে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে জামান খান ও শাহিনদের বোলিং দাপটে ১৪৫ রানেই গুটিয়ে যায় শাদাব খানের ইসলামাবাদ। আর আসরের প্রথম জয়ও তুলে নেয় লাহোর। যদিও চলতি আসরে খুব একটা ছন্দে নেই গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
জয়ের দিনে বল হাতে ২টি উইকেট শিকার করেছেন আফ্রিদি। আর তাতেই তৃতীয় বোলার হিসেবে পিএসএলে শততম উইকেট শিকারের কীর্তি গড়েন এই পেসার। মাত্র ৬৯ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন শাহিন আফ্রিদি।
এর আগে পিএসএলে প্রথম ক্রিকেটার হিসেবে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। সর্বোচ্চ ১১৩ উইকেট শিকার করেছেন এই সাবেক। তার পরেই দ্বিতীয় বোলার হিসেবে শততম উইকেটের কীর্তি গড়েন আরেক পেসার হাসান আলী। চলতি মৌসুমেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বর্তমানে তার উইকেট সংখ্যা ১০৭ টি।
শততম উইকেট শিকারের তালিকায় নেই কোনো স্পিনার। তবে ৮৭ উইকেট নিয়ে শাহিনের পরেই চতুর্থ স্থানে রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান।
আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত নিল বোর্ড
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৪/এমটি