Connect with us
ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Bangladesh team against Sri lanka
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের মুহূর্ত। ছবি- ইএসপিএন

প্রথম দুই ম্যাচের মতোই সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের অনেক কাছে গিয়েও ৩ রানে হেরেছিল টাইগাররা। তবে পরের ম্যাচেই সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। তাই আজ শেষ ম্যাচ দুই দলের জন্যেই অঘোষিত ফাইনাল।

আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। এর আগে লঙ্কানদের বিপক্ষে তিন দফায় টি-টোয়েন্টি সিরিজ খেললেও এখন পর্যন্ত সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তাই টাইগারদের সামনে সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে নতুন ইতিহাস লেখার।

জয়ের লক্ষ্যে একাদশে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অপরদিকে লঙ্কানদের শিবিরে থাকছে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। এছাড়াও দিলশান মাদুসাঙ্কা ও আভিস্কা ফারনান্দো থাকছেন না এক্দশে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন লঙ্কানদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলে জায়গা পেয়েছেন নুয়ান থুশারা এবং ধানাঞ্জায়া ডি সিলভা।

বাংলাদেশের অধিনায়ক শান্ত টস জিতে বলেন, ‘আমরা আগে বোলিং করব। এটা ভালো উইকেট মনে হচ্ছে এবং শুরুর দিকে বলের কিছু সিম মুভমেন্ট আশা করছি।’ এদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা বলছেন টস জিতলে তারাও আগে বোলিং করতেন। আগের ম্যাচেও এই উইকেটে খেলা হয়েছে, তারা জানে কিভাবে এমন উইকেটে মানিয়ে নিতে হয়।

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুশারা।

আরও পড়ুন: পিএসএলের চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আকিল হোসেইন

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট