লম্বা সময় চোট কাটিয়ে সদ্য সমাপ্ত বিপিএল দিয়েই ক্রিকেট মাঠে ফিরেছেন জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি থেকে ফিরেই দারুন ছন্দে বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পথে অবদান রেখেছেন তিনি। চলতি আসরে শুরু থেকে বিপিএলে খেলতে না পারলেও মাঝে মাঝে সময় দলে এসেই করেছেন বাজিমাত।
এই বিপিএলের দশম আসরে মাত্র ৯ ম্যাচ খেলেই শিকার করেছেন প্রতিপক্ষের ১৫টি উইকেট। হয়েছেন টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। গোটা আসরে সেরা দশ উইকেট শিকারি বোলারের মধ্যে সাকিবের পর সর্বনিম্ন ওভার প্রতি ৬.৮১ ইকোনমিতে রান দিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের পর ভক্তসমর্থকদের জানার আগ্রহ, কবে ফিরবেন সাইফুদ্দিন জাতীয় দলে।
যদিও বিপিএল শেষ হওয়ার পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ জাতীয় দল। তবে সেই সিরিজে দলে জায়গা পাননি সাইফুদ্দিন। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখলে দলে সুযোগ পাওয়া কেবল সময়ের ব্যাপার। এদিকে আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সাইফউদ্দিন নিজেও।
জাতীয় দলে ফেরার বিষয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমরা যারা অ্যাথলেট, আমাদের পারফরম্যান্সের বিকল্প নেই। টপ লেভেলে পারফর্ম করতে হবে টিকে থাকতে। সেই ধারা রাখতে কাজ করছি। প্রতিদিন তো ভালো খেলব না। তবে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’ এদিকে শ্রীলঙ্কা সিরিজে দলে না থাকার বিষয়ে বলা হয়েছিল টানা খেললে তার জন্যে ঝুকি নেয়া হয়ে যাবে।
তবে কি সাইফুদ্দিন ফিট নন? এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাইফুদ্দিন বলেন, ‘নো কমেন্টস। আসলে আমি খেলতে চাই। সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি।’ তবে এই সিরিজে খেললে হয়তো আসলেই একটু তাড়াহুড়ো হয়ে যেত সেটাও মেনে নিয়েছেন তিনি।
‘হয়তো খুব দ্রুত হয়ে যেত। দল আমার ভালো চেয়েছে আমি মনে করি। জাতীয় দলে ফিরে অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলা হয়ত কঠিন হয়ে যেত আমার জন্য। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে আবার। সামনে আরও সিরিজ আছে। এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।’
এদিকে ফরচুন বরিশালের হয়ে বিপিএল ফাইনাল খেলায় বাকিদের তুলনায় কম বিরতি পেয়েছেন, সেটাও এই সিরিজে না থাকার কারণ হতে পারে বলে মনে করেন তিনি, ‘শরিফুল-তাসকিনরা এক সপ্তাহের মতো বিরতি পেয়েছে। আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি বিরতি পাইনি। সব কিছু চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়তো এই সিদ্ধান্ত।’
আরও পড়ুন: টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৪/এফএএস