গেল ওয়ানডে বিশ্বকাপে একটুর জন্য ভারতের হাতছাড়া হয়েছিল শিরোপা। ঘরের মাঠে সেই আসরে অপরাজেয় থেকেই উঠেছিল ফাইনালে। তবে তীরে এসে স্বাগতিকদের তরী ডোবে অজিদের বিপক্ষে হেরে। সেই আসরে দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন ভারতের মোহাম্মদ শামি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ঘিরেই ভারতের পেস আক্রমণের পরিকল্পনা ছিল স্বাভাবিকভাবে।
তবে ঘরের মাঠে সেই বিশ্বকাপের পর পায়ের গোড়ালির চোটে পড়েন শামি। এতে করে লম্বা সময়ের জন্যে ক্রিকেট মাঠ থেকে ছিটকে যান তিনি। আগেই জানা গিয়েছিল চলতি মাসেই আসন্ন আইপিএলে দেখা যাবে না যাকে। অবশ্য বিশ্বকাপে শামির খেলা নিয়ে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবার বিশ্বকাপে তার খেলার বিষয়ে দুঃসংবাদ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান জয় শাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ শামির চোটের বিষয়ে কথা বলেছেন ও জানিয়েছেন তার ক্রিকেটে ফেরার সম্ভাব্য দিনক্ষণ, ‘শামির সার্জারি সম্পন্ন হয়েছে। সে ভারতে ফিরে আসবে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির দলে ফেরার সম্ভাবনা আছে।’
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে কথা রয়েছে টাইগারদের ভারত সফরে যাওয়ার। যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
জয় শাহ’র বক্তব্য অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে দেখার সুযোগ থাকছে না ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। গেল ওয়ানডে বিশ্বকাপে শেষ দিকে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পেয়ে একাই তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ২৪ উইকেট। যার ছিল সেই আসরে সর্বোচ্চ উইকেট শিকার।
এদিকে ভারতের পাশাপাশি আইপিএলের ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স ভালোভাবেই অভাব বোধ করবে শামীর। কেননা আগের মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ ২৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এদিকে দল ছাড়ায় মোহাম্মদ শামির পাশাপাশি আসন্ন আইপিএলে তাদের পুরনো তারকা হার্দিক পান্ডিয়াকেও দলে পাচ্ছে না গুজরাট।
আরও পড়ুন: যেভাবে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ, জেনে নিন সূচিসহ
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৪/এফএএস